আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে ৫,০০০ কোটি টাকা দেবে সরকার

রাষ্ট্রখাতের বাণিজ্যিক ব্যাংকগুলোকে সরকার ৫ হাজার কোটি টাকা মূলধন সরবরাহ করবে। 

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্যাংকগুলোর প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকা মূলধন ঘাটতির বিপরীতে এ অর্থ দেয়ার আশ্বাস দিয়েছেন। 

গতকাল রবিবার রাষ্ট্রখাতের বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী এ আশ্বাস দেন বলে জানিয়েছে বৈঠক সূত্র। 

তবে অনুমোদিত অর্থ কবে নাগাদ ছাড় করা হবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি বলে জানায় সূত্র। 

উল্লেখ্য, অনুমোদিত ৫ হাজার কোটি টাকা আনুপাতিক হারে ব্যাংকগুলো পাবেন বলে বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। তবে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের যে সমঝোতা চুক্তি রয়েছে তা পরিপালন করতে হবে। 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.