আমাদের কথা খুঁজে নিন

   

ছবিতে নেপাল ঃ পাহাড়ে আর মানুষে(১ম পর্ব)

ছবি তুলি আর এর বদৌলতে ঘুরাঘুরি করা হয়। পুরান ঢাকার রাস্তায় ছবি তুলে কাটছে বিশ্ববিদ্যালয় জীবনের বেশিরভাগ সময়। অনেক দিন ধরেই ভাবছি দেশের বাহিরে ছবি তুলতে যাব। অবশেষে অনেক দিনের জমানো কিছু সম্বল আর কিছু ধার করে গেল অক্টোবর এ পাড়ি দিলাম নেপালের পথ। এখানে থাকছে কাঠমান্ডু এ তোলা ছবি।

ভক্তপুর আর পোখারাতে তোলা ছবি গুলো জমানো থাকলো অন্যকোন সময়ের জন্য।
কাঠমান্ডুতে প্রথম সকালে তোলা ছবি। মহিলা খুব সুখী মনে ছবি তুলতে দেওয়ায় নতুন শহরের নতুন রাস্তায় ছবি তোলার সাহস বেড়ে গিয়েছিল।
হলুদ রঙের অনেক microbus চোখে পড়ল রাস্তায়। Public transport হিসেবে চলে এগুলো।


নেপাল যেন বৌদ্ধ আর হিন্দু সংস্কৃতির এক মোহনা। রাস্তায় যেমন দেখা পেয়েছি অসংখ্য মন্দির এর আবার তেমনি দেখেছি বৌদ্ধ স্তূপা(stupa)। ছবিটি বৌদ্ধনাথ(Boudhanath) এ তোলা। এটি বৌদ্ধদের অন্যতম পবিত্র জায়গা বলে বিবেচিত।
কবিতর আর কুকুর দুটোই খুব করে চোখে পরে নেপালে।

ছবিটি বৌদ্ধনাথ(Boudhanath) এ তোলা। বৌদ্ধনাথ মূলত একটি building complex,World heritage site এবং এর ভিতরে বই এর দোকান থেকে খাবার দোকান, money exchange সবই রয়েছে।
monk হেঁটে যাচ্ছেন হাসিমুখে।
মন্ত্র জপার পাশাপাশি মোবাইল এ ভিডিও দেখা হচ্ছিল বেশ। আমাকে দেখে অবশ্য তারা আবার মন্ত্রজপায় মনোযোগ দেন।


বৌদ্ধনাথ এর ভিতরের একটি বুকষ্টোর ।
ছবি তুললেই টাকা দাবি করেন তারা। তাদের কাজও সাধু সেজে পর্যটকদের কাছে থেকে কিছু পয়সা কামানো।
পশূপতিনাথ (pashupatinath ) মন্দির এ তোলা।
গল্প আড্ডা চলছে।

দরবার স্কোয়ার পাটানে তোলা।
Swayambhunath Temple. যা monkey temple নামে পরিচিত। দুটো সিঁড়ি বেয়ে উঠা যায় এই মন্দির এ। যার একটির ধাপ সংখ্যা ৩৬৫।
Swayambhunath থেকে তোলা কাঠমান্ডু শহরের ছবি।


পেইন্টিং এর দোকান চোখে পড়লো মাঝে মাঝেই।
রাগী বানর।
একটি বানর পরিবার।
অতিথি লেখকঃ জাভেদ ঢাকা।


সোর্স: http://www.sachalayatan.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.