আমাদের মাননীয় অর্থমন্ত্রী গতকাল মন্তব্য করেছেন যে, ডঃ মুহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসার নামে ফাঁকিবাজি শুরু করেছেন । আমি বুঝতে পারি না আবুল মাল আবদুল মুহিত নামের এই জিনিসটা কি আযব নাকি গজব ?আমার এই মূহুর্তে মনে পড়ে কিছু দিন আগে একুশে টিভিতে ডঃ কনক সরওয়ারের উপস্থাপনায় "জনতার কথা " নামক অনুষ্ঠানে সিলেটের আম জনতার এক লোক ক্ষোভের সাথে বলেছিল এটা "আবুল মাল " নয় এটা শুধুই " মাল ",জনগণ যখন খুব বেশী কষ্টে থাকে তখন তার মুখ দিয়ে অদ্ভুদ সব কথা বার্তা বের হয়। এখানে আমি সেদিনের ঐ জনতার সাথে একমত পোষণ করছি । আসলে এই সমস্ত অদ্ভুদ প্রাণী বিশেষ আমাদের দেশে বলেই মন্ত্রীত্ত টিকে আছে শুধু মাত্র জনগণ বোকা বলে । যদি পৃথিবীর অন্য কোন দেশ হতো তাহলে জনগণ তিন থেকে ছয় মাসের মধ্যেই গদি থেকে নামিয়ে ছাড়ত । আমি চিন্তা করি, আমাদের দেশের জনগণ আর কত দিন বোকা থাকবে সেটা একমাত্র "আল্লাহই মালুম "। তা নাহলে তো জনগণের বোকামীর খেসারত আমাদের কে বারে বারে দিতে হরে !!!!!!!!!!!!!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।