আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাট ছুড়ে দিয়ে শচীন, 'ম্যায় আউট নেহি থা'

পিছন ফিরে একবার উইকেটের দিকে তাকান। তারপর ধীর পায়ে সোজা হাঁটা। ড্রেসিংরুমের সামনে এসে হাত তুলে শ্যাডো করার মতো ভঙ্গিতে কাউকে কী যেন দেখালেন! এলবিডব্লিউতে ধরা খেয়ে সাজ ঘরে ফিরে শচীন কোনভাবেই মেনে নিতে পারছেনা তার আউটটা।

শচীন ড্রেসিংরুমে এসে তাঁর ব্যাট, প্যাড, গ্লাভস পরেই ভিডিও অ্যানালিস্টের সামনে দাঁড়িয়ে দেখেছেন, কী ভাবে সিলিংফোর্ডের ডেলিভারিতে তর্জনী আকাশের দিকে তুলছেন ইংল্যান্ডের আম্পায়ার নাইজেল লং। অবিশ্বাসী চোখ, আবার ফিরে দেখেছেন একবার।

টিভি দেখতে দেখতেই অস্ফুটে মুখ থেকে বেরিয়ে আসল, 'ম্যায় আউট নেহি থা'

আউটের পরেই টিভি ধারাভাষ্যে রবি শাস্ত্রীর রসিকতা, 'বল তো বেশ কয়েক ইঞ্চি উপরে ছিল। ' তবে কপিলদেবের মেজাজ সপ্তমে। কমেন্ট্রি বক্স থেকে বেরিয়ে বুফেতে যাওয়ার সময় প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, 'আমাকে জিজ্ঞেস করছেন কেন? সবাই তো টিভিতে দেখলেন। টিভিতে গিয়েই দেখুন, না!'

ইডেনেই বার বার শচীনের জন্য এরকম ঘটনা কেন ঘটে তা অনেককে অবাক করছে। পাকিস্তানের সঙ্গে শচীনের আউটের সময় গ্যালারিতে যেন জাতীয় শোক নেমে এসেছে।

খলনায়ক অবশ্য অখ্যাত ক্যারিবিয়ান স্পিনার শেন শিলিংফোর্ড নন, বরং নাইজেল লং-এর উপরই সবার ক্ষোভ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.