রাজধানীর ডেমরা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সায়েদাবাদ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল আলম মোল্লার দাফন আগামীকাল শনিবার। বড় মেয়ে অরিন আলম বন্ধন অস্ট্রেলিয়া অবস্থান করছেন। আগামীকাল সকালে তার দেশে ফেরার কথা রয়েছে। মেয়ে দেশে ফিরলেই তার দাফন শেষ করা হবে।
এদিকে খায়রুল আলম মোল্লাকে ছুরিকাঘাতে খুন করা হয়।
প্রাথমিক ভাবে ধারণা করা হয় তাকে গুলি করা হয়েছিল। উপর্যুপরি ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান। ময়নাতদন্তের পর চিকৎকরা এ কথা জানান।
খায়রুলের বুকে পেটে ও হাতেসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের ৫টি ক্ষত পাওয়া গেছে। কোথাও গুলি বা গুলির চিহ্ন পাওয়া যায়নি।
অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকরা।
নিহত খায়রুল মোল্লার লাশ ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাত সোয়া ১২টায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে বারডেম হাসপাতালের মরচুয়ারিতে লাশটি রাখা হয়েছে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।