আমাদের কথা খুঁজে নিন

   

বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করে যাচ্ছি: খায়রুল হোসেন

www.sometimeinblog.com সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান খায়রুল হোসেন বলেছেন, ‘পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য যা কিছু করা দরকার, আমরা তা করে যাচ্ছি। তবে এটা এক দিনে সম্ভব নয়। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি।’ আজ সোমবার বিকেলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ শেষে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে খায়রুল হোসেন এসব কথা বলেন। খায়রুল হোসেন আরও বলেন, পুঁজিবাজার-সম্পর্কিত বিভিন্ন আইন সংশোধনের কাজ এরই মধ্যে শুরু হয়েছে, যা পুঁজিবাজারের জন্য ইতিবাচক হবে। এ সময় ডিএসইর প্রেসিডেন্ট শাকিল রিজভী বলেন, ‘নতুন নিয়োগ পাওয়া এসইসির চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে এটা আমাদের প্রথম সৌজন্য সাক্ষাত্। এ বৈঠকে বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বাজারে স্থিতিশীলতা আনতে ধীরে ধীরে পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া এসইসি ও ডিএসইর মধ্যে সমন্বয় যাতে আরও সুদৃঢ় ও জোরদার হয় সে বিষয়টিও আলোচনা হয়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.