জার্মানির প্রাচীনতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হাইডেলবার্গ ইউনির্ভাসিটি। ১৩৮৬ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি রোমান সম্রাজ্যের শিক্ষার জন্য তৃতীয় স্থাপত্য নিদর্শন। বর্তমানে হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে ১২টি অনুষদের অধীন একশ' বিভাগ চালু আছে। আধুনিক সাইক্রিয়াটিক জেনেটিক, সাইকোফার্মাকোলজি, এনভাইরোমেন্টাল ফিজিক্সে মতো বিষয়গুলোর সূচনা এই ইউনিভার্সিটি ফ্যাকাল্টিদের হাত ধরেই। চার হাজারেরও বেশি ফ্যাকাল্টি ও ১৩০টি দেশের ৩০ হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখরিত এই স্বনামধন্য প্রতিষ্ঠানটি।
গবেষণা নির্ভর এই প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত ৫৫ জন নোবেল পুরস্কার পেয়েছেন আর প্রতি বছর প্রায় এক হাজার গবেষক ডক্টরেট ডিগ্রি অর্জন করে। এই ইউনির্ভাসিটির দুটি ক্যাম্পাস একটি হাইডেলবার্গ শহরে অন্যটি নিউয়েনহিউমারফিল্ডে। ছয় মিলিয়নের বেশি বই সমৃদ্ধ হাইডেলবার্গ ইউনিভার্সিটির লাইব্রেরিটিই জার্মানির সবচেয়ে বহুল ব্যবহৃত লাইব্রেরি। বিদেশি শিক্ষার্থীদের আন্ডারগ্রাজুয়েট ও গ্রাজুয়েট লেভেলে ভর্তির জন্য টিউশন ও ফি বাবদ মোট ২৪-৩৬ হাজার ইউরো জমা দিতে হয়। উভয় ক্ষেত্রে ভর্তি কার্যক্রম শুরু হয় আগস্টের শেষের দিকে।
হাইডেলবার্গ ইউনির্ভাসিটিতে মূলত জার্মান ভাষায় পড়ানো হলেও বিদেশি শিক্ষার্থীরা আইএলটিএস (৬.৫)বা টোফেলে (৫৫০) পর্যাপ্ত স্কোর দেখিয়ে পড়াশোনার ভাষা হিসেবে ইংরেজি নিতে পারবে। *মো: নাজমুল হুদা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।