আমাদের কথা খুঁজে নিন

   

সভ্যতার ইতিহাস---------"" মানুষের ক্রমবিকাশ: হাইডেলবার্গ মানুষ।

সত্যকে চিনে নাও যুক্তির নিরিখে সভ্যতার ইতিহাস এই বিষয়টি সম্পর্কে অনেকের অনেক কৌতুহল জানা জন্য জানতে হলে আপনাদেরকে অবশ্যই পড়তে হবে। আজকের বিষয়: মানুষের ক্রমবিকাশ: হাইডেলবার্গ মানুষ। ১৯০৭ সালে জার্মানির হাইডেলবার্গে ময়ার(Mauar) গ্রামে একটি চোয়ালের কিছু হাড় পাওয়া যায়। এদের হাইডেলবার্গ মানুষ বলা হয়। মায়ার গ্রামে আবিষ্কৃত হয় বলে এদের মায়ার মানুষ বলা হয়।

দ্বিতীয় বরফ যুগের প্রায় ৩ লক্ষ বছর পূর্বে এরা বাস করত। এদের মগজের পরিমান পিকিং ও জাবা মানুষের চেয়ে বেশি, প্রায় ১০০০ সিসি। এদের দৈঘ্য আধুনিক মানুষের চেয়ে কিছু বেশি। দাত মানুষের দাতের মত, তবে থুতনী খুব ছোট, পাথরের হাতিয়ারের সাহায্যে শিকার করে এরা মাংশ খেত। বিভন্ন নিদর্শন দেখে জীব বিঙ্গানীরা অভিমত পোষণ করেন যে, হাইডেলবার্গ মানুষ ছিল উচ্চ পর্যায়ের জীব।

তবে এদের পুরোপুরি মানুষ হবার দিকে ছিল। ভাষার ক্ষেতেও তারা উন্নিতি সাধন করে। । তাদের কিছু ছবি পোষ্ট করা হল: সুত্র: সভ্যতার ইতিহাস প্রচীন ও মধ্যযুগ। ড. আবু মো: দেলেয়ার হোসেন।

মো: আব্দুল কুদ্দস সিকদার। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।