আমাদের কথা খুঁজে নিন

   

ইন্ডিয়ান ওপেনের শীর্ষে সিদ্দিকুর

ভারতের হিরো ইন্ডিয়ান ওপেনের প্রথম রাউন্ড যৌথভাবে শীর্ষে থাকলেও দ্বিতীয় রাউন্ডে এককভাবে শীর্ষে আছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান।

দুই রাউন্ড মিলে পারের চেয়ে ১২ শট কম খেলেছেন তিনি।

পারের চেয়ে ১০ শট কম খেলে দ্বিতীয় স্থানে আছেন থাইল্যান্ডের চ্যাপচাই নিরাট। পারের চেয়ে ৮ শট কম খেলে অস্ট্রেলিয়ার অ্যাডাম গ্রুম ও ভারতের রাহিল গাংজির অবস্থান যৌথভাবে তৃতীয়। তবে দ্বিতীয় রাউন্ডে এই দুই জনের আরো দুটি হোলের খেলা বাকি আছে।

দিল্লি গলফ ক্লাবে ১২ লাখ ৫০ হাজার ডলারের এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ছয়টি বার্ডির সাহায্যে পারের চেয়ে ছয় শট কম খেলেছিলেন সিদ্দিকুর।

গতকাল শুক্রবার ছয়টি বার্ডির পাশাপাশি একটিতে ‘ঈগল’ (কোনো হোলে পারের চেয়ে দুই শট কম খেলা) করেন তিনি। কিন্তু দুটি ‘বোগি’ (পারের চেয়ে একটি শট বেশি খেলা) করায় দিন শেষে ছয় শট কম নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে। দিনের শুরুতে প্রথম হোলটিতেই ‘ঈগল’ করেন বাংলাদেশের প্রথম পেশাদার গলফার।

প্রথম রাউন্ডে কোনো ‘বোগি’ না করলেও দ্বিতীয় রাউন্ডে ৯ ও ১৬ নম্বর হোলে ‘বোগি’ করেন সিদ্দিকুর।

উল্লেখ্য, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইন্ডিয়ান ওপেনে খেলার পর ১৪ থেকে ১৭ নভেম্বর মেলবোর্ন মাস্টার্স গলফ টুর্নামেন্টে অংশ নেবেন সিদ্দিকুর।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.