আমাদের কথা খুঁজে নিন

   

মমত্ববোধ

নূর রবি

ছোট বেলায় একবার হাত থেকে কোরান শরীফ ফেলায় দিছিলাম। মা দৌড়ে এসে সেটা তুলে রাখলেন। রাখার আগে মাথায় বাজাইলেন,বুকে বাজাইলেন। তারপর বুকের মানিককে পিঠের উপর ঠাশ ঠাশ থাপড়াইতে লাগলেন। মাইর খেয়ে কেদে কেটে দিলাম দৌড়।

ফিরে এসে দেখি সব ঠান্ডা। মাখিয়ে মাখিয়ে ভাত খাইয়ে দেয়ার পর গায়ে আমাকে দিয়ে এক কেজি চাল নেয়ালেন.সাথে এগারো টাকা আমাকে ছোয়ায়ে এক ভিক্ষুককে সাদকা দিয়ে দিলেন যাতে ছেলের কোনো বড় অমঙ্গল না হয়। ফেসবুকে একাউন্ট খোলা ছাড়া ছেলের তেমন বড় ধরনে বিপদ আজও আসে নাই। আলহামদুলিল্লাহ। দেশের এখন মা দরকার।

কঠোরে কোমল মমতাময়ী কৌশলী মা। জয়ের মা আর তারেকের মায়ের মাতৃত্ববোধ জেগে উঠুক। একদিন ঘুম থেকে উঠে মনে হোক প্রতিটি তরুণ কারো না কারো সন্তান। ওদের একটা ভবিষ্যত আছে। মনে পড়ুক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।