এখনো গেলনা আঁধার............... আমার শোরুমে বাবা মা ভাইয়ার সাথে এসেছিলো নবম শ্রেনীর নওরীন। কেনাকাটা করার জন্য। আমার কমপিউটরের প্লে লিস্টে তখন বাজছিল টেইলর সুইফট এর গান। নওরীন আমার কাছে এসে বলল ভাইয়া ভাষার মাসে কি সবসময়ের জন্য বাংলা গান বাজানো যায়না? আপনি ইংলিশ গান প্লে করছেন কেন?
আমি বললাম বাংলা গান সকালে প্লে করি। রাতে ইংরেজী গান প্লে করা হয়।
সে বলল ভাইয়া আমরা যেহেতু বাংলাদেশী এবং ভাষার জন্য যেহেতু আমাদের সালাম বরকত শহীদ হয়েছেন সে কারণে অনন্ত ভাষার মাসে আমরা বাংলা গান শুনতে পারি। আসলেই বর্তমান ওয়েষ্টার্ন কালচারের যুগে একজন মর্ডাণ মেয়ের কাছে ভাষার প্রতি টান দেখে খুব ভাল লাগল। তার আব্বার কাছে জিজ্ঞেস করে জানতে পার্লাম সে খুব মেধাবী একজন ছাত্রী। অষ্টম শ্রেনীর জেএসসিতে জিপিএ ফাইভ পেয়েছে। বাংলা সংস্কৃতিকে সে ভালবাসে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।