Give thanks to Allah, for the moon and the stars prays in all day full, what is and what was take hold of your iman don't give in to shaitan oh you who believe please give thanks to Allah. Allahu Ghafur Allahu Rahim Allahu yuhibo el Mohsinin,
তসলিমা নাসরীন বলেছিলেন বাংলাদেশের জনগণ যদি এত বিপুল পরিমাণে অশিক্ষিত আর অর্ধশিক্ষিত না হত, হুমায়ূন আহমেদের পক্ষে এত প্রচণ্ড জনপ্রিয়তা অর্জন করা সম্ভব হত না। বাংলার প্রকাশকরা, হুমায়ূনের বন্ধু সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদাররা বছরের পর বছর প্রবল চেষ্টা করেও পাশের রাজ্য পশ্চিমবঙ্গে হুমায়ূন আহমেদকে জনপ্রিয় করে তুলতে পারেননি। এর কারণ সম্ভবত একটিই, ওই রাজ্যে শিক্ষিতের মানটা বাংলাদেশের চেয়ে তুলনায় সামান্য বেশি। বলেছেন তসলিমা নাসরীন । তিনি আরো বলেন : অর্ধশিক্ষিত পাঠকদের জন্য পৃথিবীর সব দেশেই কিছু লেখক আছেন, তাঁরা জনপ্রিয় বই লেখেন।
তাঁদের প্রায় সবারই মান হুমায়ূন আহমেদের চেয়ে অনেক ওপরে।
দুঃখিত তসলিমা নাসরিন আপনার সাথে এই দেশের তরুনরা একমত নয়। আপনি যদি গভীর ভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন হুমায়ন আহমেদ ভক্তদের মধ্যে ৯৮ % তরুন । আর আপনি এই তরুনদের অর্ধশিক্ষিত বলছেন!!
আমি বাংলাদেশের শ্রেষ্ট বিশ্ববিদ্যালয় বুয়েটের এমন অনেক ছাত্রকে চিনি যারা আমার মত পাগলের মত নতুন হিমুর বই এর জন্য অপেক্ষা করতো। আপনি দেশের সর্বশ্রেষ্ট ইউনিভার্সিটিতে পড়ুয়া জিনিয়াসদের এত সহজে অশিক্ষিত অর্ধশিক্ষিত বললেন ! সেলুকাস !!আপনি এতগুলো বুয়েটিয়ানকে অশিক্ষিত অর্ধশিক্ষিত বলছেন !!
পুরা বাংলাদেশে কোটি কোটি হুমায়ন আহমদের মিসির আলী সিরিজের ভক্তদের আপনি অর্ধশিক্ষিত কেন বলছেন সেটা আমরা খুব সহজেই বুঝতে পারি।
আমরা অর্ধশিক্ষিত হলেও এত টুকু বুঝার মত মেধা আমাদের আছে।
আপনি হুমায়ন আহমদের নাম বিক্রি করে নিজে আলোচিত ও মিডিয়ায় আসতে চেয়েছেন।
জনপ্রিয় হওয়ার জন্য মানুষ কত কিছু করতে ও বলতে পারে সেটা আপনাকে দেখলেই বুঝা যায় তসলিমা নাসরিন।
ওপার বাংলাই আপনার জন্য ওপারেই থাকেন এপারে আপনাকে দরকার নেই।
হুমায়ন আহমেদ তো দূরের কথা আগে নোহাশের মত করে লিখে দেখান ।
আপনার ওইসব ফালতু লেখা আমরা পড়িনা।
যদি জনপ্রিয় হতে চান তাহলে হুমায়ন আহমদের সমালোচনা না করে নোহাশের আলোর মশাল পড়ে কি করে জনপ্রিয় হতে হয় সেটা শিখতে পারেন। কারণ আপনি হুমায়ন আহমদের পায়ের নখের সমান ও হতে পারবেন না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।