আমাদের কথা খুঁজে নিন

   

যা ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আজ বলছে... ৮ম বর্ষের পথচলায় স্বাগতম!

কোনো জটিলতা নেই তবুও জটিলতর শেষ বিকেলের রোদ

আনন্দময় ছিল না প্রতিটি দিন। খুব কষ্টের ছিল এমনও নয়! বন্ধুরা, ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা গ্রহণ করুন। আমাদের পথচলা আমাদের নিজস্ব লড়াইয়ের, অনুপ্রেরণা আপনাদের। আমরা মনে করেছি, কোনো সংগঠন তা যে কোনো বিষয়েরই হোক না কেন, তাকে তার সক্রিয়তার মধ্যেই নিজেকে চেনানোর ব্যাপার থাকে। যে সংগঠন সংঘবব্ধ মানুষের সক্রিয়তার পরিচায়ক নয় তা সংগঠন কী? আমরা মনে করেছি, আমরা আমাদের মতই কাজ করব, নয়ত আর আমাদের দরকার কী? আমরা মনে করেছি, আমরা আমাদের অধরা স্বপ্নগুলোর আবাদ করব, আমাদের হয়ে আমাদের স্বপ্নগুলো কেউ তো আবাদ করবে না, করে কী? ২০০৬ সালের ১০ নভেম্বর যাত্রা শুরু।

২০১৩ সালের ১০ নভেম্বর... ৭ম বর্ষের পূর্তি! বিগত বছরগুলো আমরা সক্রিয় ছিলাম। আমাদের মতই, এখনও আছি আমাদের মতই! শুধু মানুষের নয় সংগঠনেরও যাপিত জীবন থাকে। সে জীবন অন্যের মত হতে নেই, হতে হয় নিজের মত। আমরা তাই হতে চেয়েছি, হব। অনেকের অনেক সমালোচনা পরেও।

কারণ আমরা আমরাই হতে চাই, হতে চাই আমাদের। অন্যের নয়। সেটাই আমাদের আনন্দ। আর যতখানি না-পারা তা আমাদের অক্ষমতার কষ্ট। যা প্রতিনিয়ত ছাড়িয়ে-ছড়িয়ে যাওয়াতেই আমাদের উল্লাস! চলচ্চিত্রময় হোক আমাদের ক্ষণগুলো এমন চাওয়া এবং পাওয়ার বিস্তার চায় ম্যুভিয়ানা।

আমাদের প্রত্যেক কর্মীরা চলচ্চিত্র-ঘনিষ্ঠ থেকে চলচ্চিত্রসংস্কৃতির চর্চায় ঋদ্ধ হতে চেয়েছেন বিগত সময়গুলোতে। নিজেদের সংগঠনের মধ্যে নিজেদের ইচ্ছের, মননের স্বরূপকে উন্মোচিত করতে চেয়েছে সব কর্মসূচিতে। চর্চার প্রাত্যহিকতায় সিদ্ধ হয় সাধনা। আমরাও চলচ্চিত্রচর্চার সেই প্রাত্যহিকতার সাধনাই করে যাচ্ছি। আমাদের সংগঠন করার প্রয়াস আনুষ্ঠানিকতার বন্ধনে আবদ্ধ নয়, চর্চার এবং কর্মের প্রাত্যহিকতার বন্ধনে আবদ্ধ।

আমরা প্রতিদিন চলচ্চিত্রময় থাকতে এবং রাখতে চাই। দেশীয় মাটির গন্ধ আমাদের সারাদেহে, আমরা এমনটাই চেয়েছি হতে, এমনটাই হতে চাই। আমরা নাজেল হওয়ায় আশ্বস্ত নই, আমরা শেকড়ের গভীর প্রণোদনায় উত্থিত হওয়ায় নিবিষ্ট। বন্ধুরা, এমনই ছিল আমাদের পথচলা। দুঃখে আর কষ্টে, আনন্দে আর উল্লাসে! আপনারা আমাদের সাথে ছিলেন, আমরা কৃতজ্ঞ।

পথচলা অব্যাহত থাকবে যতদিন স্বপ্নগুলো আমাদের তাড়িয়ে বেড়াবে, পথের বাঁকে বাঁকে আমাদের কৃতজ্ঞ অভিবাদন আপনাদের-আমাদের! ৮ম বর্ষের পথচলায় পথিক, আপনাকে স্বাগতম! সকলে ভালো থাকুন, ভালো বাসুন। এবং আরো একবার ‘শুন্য থেকে মহাশুন্য চলচ্চিত্রময়’!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।