আমাদের কথা খুঁজে নিন

   

দলবদলে দেখা মিলল শেখ জামালের

গেল ফুটবল মৌসুমে সুপার কাপে ব্যর্থ হলেও ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ ও পেশাদার লিগ জিতেছিল শেখ রাসেল ক্রীড়াচক্র। এ রেকর্ড দেশের ফুটবলে শুধু মোহমেডানেরই ছিল। এই সাফল্যের ভাগিদার ছিলেন দেশের মধ্যমাঠের সেরা তারকা মামুনুল ইসলাম। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে নেতৃত্ব দেন মামুন। এবার আর শেখ রাসেলে তাকে দেখা যাবে না।

সর্বোচ্চ অর্থের বিনিময়ে তিনি নাম লিখিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। ২০১০ সালে নতুনভাবে আবির্ভূত হওয়া দলটি গত মৌসুম চলাকালেই দল ঠিক করে ফেলে। পছন্দ করা ফুটবলারদের অগ্রিম পেমেন্টও তুলে দেয়। শুধু তাই নয়, বিদেশিদের সংগ্রহ করে অনেক আগেই তারা আবাসিক ক্যাম্প শুরু করে দেয়। ক্লাব থেকে বলা হচ্ছিল যে বাজেটে তারা দল গড়েছে তা দেশের ফুটবল ইতিহাসে আর কেউ পারেনি।

অথচ মোহামডানের একই রকমের প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত অর্থের কারণে পিছিয়ে যায়। সব রকম প্রস্তুতি আগে সেরে নেওয়ার পরও শেখ জামাল দলবদলের কাজ সম্পন্ন করছিল না। সেই আগস্ট মাস থেকে বাফুফে ভবনে রেজিস্টেশনের কাজ চলছে। কেন আসছিল না এ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে নানা প্রশ্নও দেখা দেয়। তিনবার পরিবর্তনের পর লিগ কমিটি দলবদলের সময় বেঁধে দেয় ১৫ নভেম্বর।

এর ফাঁকে অবশ্য টিম বিজেএমসি ও সকার ফেনী দলবদলের কাজ সম্পন্ন করে। বড় দলগুলোর দেখায় মিলছিল না। এর মধ্যে আবার শোনা যাচ্ছিল শর্ত না মানলে বড় দলগুলো দলবদলে যাবে না। শর্ত ছিল বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যদি ফুটবল বাধাগ্রস্ত হয় তা ক্লাবের যে লোকসান হবে তা বাফুফেকে দিতে হবে। না, কোনো শর্ত জুড়ে নয়, শুক্রবার ধানমন্ডি ক্লাবে সিদ্ধান্ত হয় শনিবারই তারা দলবদলের কাজ সেরে ফেলবে।

শেষ পর্যন্ত তাই হয়েছে। ফুটবলে দলবদলের পরিপূর্ণতা খুঁজে পাওয়া গেল গতকালই। বিকালে সুসজ্জিত ঘোড়ারগাড়ি, প্রায় শখানেক মোটর সাইকেল ও বাদ্যযন্ত্র বাজিয়ে বর্ণাঢ্য ভাবেই বাফুফে ভবনে এসে দলবদল করল ফুটবলে অন্যতম জনপ্রিয় দলটি। লোকাল ও ফরেন মিলিয়ে নতুন মৌসুমের জন্য ২৫ জন ফুটবলারের রেজিস্ট্রেশন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ফুটবলার ছিলেন মামুনুল ইসলাম।

তিনি যোগ দেন শেখ রাসেল থেকে। এছাড়া আবাহনীর শাখায়াত হোসন রনি, বিজেএমসির তকলিশ আহমেদ। শেখ রাসেলের সনি নর্দে, মোহামেডানের ইয়াসিন খান, সোহেল রানা, মোবারক হোসেন ভূঞা, মুক্তিযোদ্ধার জিয়াউর রহমান, দিদারুল হক, জহিরুল ইসলাম, শেখ রাসেলের মাজহারুল ইসলাম হিমেল নতুনভাবে শেখ জামালে যোগ দেন। এমন শক্তিশালী দল গড়তে তাদের প্রায় ৯ কোটি টাকা খরচ হয়েছে। লোকাল ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত মামুন বলেন, এই দল নিয়ে মৌসুমে সবকটি ট্রফি জেতা সম্ভব।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।