ট্রান্সফার মার্কেটে এবারের চ্যম্পিয়ন্স লীগ বিজয়ী চেলসি কেমন সক্রিয় থাকে তা দেখার বিষয়। সম্ভবত ভারপ্রাপ্ত কোচ রবার্তো ডি মাত্তেও এক বছরের জন্য দলের দায়িত্ব পাবেন তবে গার্দিওলা কোচিংয়ে ফিরে আসার ইঙ্গিত দেয়ায় ম্যানেজমেন্ট নতুন করে ভাবছেন। তারকা স্ট্রাইকার দ্রগবা চেলসি ছাড়ছেন। এছাড়াও ক্লাব ছাড়ার পথে বসিঙ্গা, কালাউ, মালুদা। রোমানের অনুরোধে স্পেনের স্ট্রাইকার তোরেস শেষ পর্যন্ত থাকছেন! কারা আসছেন চেলসিতে? মিডফিল্ডার হাজার্ড, কেভিন ডি ব্রুইন, মারিন ও গোলরক্ষক টিবাউট যোগ দিচ্ছেন।
বাজারে গুন্জন পোর্তোর হাল্ক আসছেন চেলসিতে! হতেও পারে কেননা কাল উইকিপিডিয়াতে হাল্কের বর্তমান ক্লাবের নাম চেলসি দেখাচ্ছিল পরে আবার ঠিক করা হয়েছে। নতুন খেলোয়াড় হিসেবে কাভানি, ফালকাও, ফেলানি এমনকি নেইমারের কথাও গুজবে শোনা যাচ্ছে। তবে চেলসির ২ জন স্ট্রাইকারের খুব প্রয়োজন। মিডফিল্ডে মাতা, মেইরলেস ভাল খেললেও ল্যাম্পির বিকল্প দরকার। ইনজুরিতে পড়ে তার ইউরোতে খেলা সংশয়ের মুখে।
ডিফেন্সিভ মিডফিল্ডে এসিয়েন, মিকেল, রেমিরেস বিশ্বস্ত নাম। মাঝমাঠে তরুন ম্যাকচরণ, রোমিউ ও স্ট্রাইকার হিসেবে লুকাকুকে আরো নিয়মিত খেলানো দরকার না হলে তাদেরকে ধারে অন্য ক্লাবে পাঠিয়ে দেওয়া উচিত। দলের মাঝমাঠের শক্তি বাড়াতে মডরিচ, বালের দিকেও চেলসির নজর আছে। তবে ম্যানইউ, ম্যানসিটিও তাদের পিছু নিয়েছে। টটেনহ্যামের নিয়মের বেড়াজালে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগ থেকে বাদ পড়া ও চেলসির শিরোপা জয় এবার তাদের চেলসিতে টানতে বড় নিয়ামক হতে পারে।
লুইজ, ইভানোভিচ, কোল, টেরী, ফেরেইরা, ক্যাহিলরা এবারের প্রিমিয়ার লীগে বেশ কিছু সহজ ভুল করেছেন ও চেলসিকে তার মাশুলও দিতে হয়েছে। চেলসি রোমানের মালিকানায় আসার পর এবারের লীগে ৬ষ্ঠ স্থান ছিল সবচেয়ে খারাপ ফলাফল। বসিঙ্গার জায়গায় বার্সার দানি আলভেজের নাম শোনা যাচ্ছে। পিকেও নাকি বার্সা ছাড়ছেন! আর তাতেই গুজবের ডালপালা আরো বিস্তৃত হচ্ছে। সেন্ট্রাল ডিফেন্সে আরো খেলোয়াড় দরকার।
অধিনায়ক টেরীর বয়স হয়েছে। লেফট ব্যাক কোলেরও তাই। আগামী মৌসুমে সকল টূর্ণামেন্টে ফাইট করতে হলে চেলসিকে কমপক্ষে আরো ৩ জন ডিফেণ্ডার, উইঙ্গার, ২ জন মিডফিল্ডার, ১ জন এ্যাটাকিং মিডফিল্ডার ও ২ জন ভাল মানের স্ট্রাইকারকে দলে নিতে হবে। তবে বরাবরের মত হাইরেটেড প্লেয়ারের পিছনে না ছুটে তারা যদি তরুণ, সম্ভাবনাময়ী খেলোয়াড়দের টার্গেট করে সেটাই হবে আসল বাজিমাত। ইউরোপ সেরা হলেও মালিক রোমানের চেলসির নেতিবাচক খেলা দেখে মন ভরে নি।
অতি রক্ষণাত্মক খেলার চেয়ে আক্রমণাত্মক ফুটবলই পছন্দ তার। তাই শেষ পর্যন্ত কারা আসেন আর কারা দল ছেড়ে যান বলা মুস্কিল। মনে রাখতে হবে দলটির নাম চেলসি ও রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ দলটির মালিক! টাকার বস্তা নিয়ে দলবদলে থাকবে চেলসি। টাকার হাতছানি অন্যান্য দলের তারকা খেলোয়াড়দের সামনে! তারচেয়েও বড় কথা তারা এখন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ডিফেণ্ডিং চ্যাম্পিয়ন! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।