এজন্য চার সদস্যের একটি ‘বিশেষ’ কমিটি করা হয়েছে। এই কমিটিতে তিন সহ-সভাপতি আব্দুস সাদেক, সাব্বির ইউসুফ ও রশিদ শিকদার এবং যুগ্ন সম্পাদক আনভীর আদিলকে রাখা হয়েছে।
আন্দোলনে যাওয়া ছয় ক্লাবকে বুঝিয়ে দলবদলে অংশ নিতে বোঝাবে এ কমিটি।
মোহামেডানের নেতৃত্বে ছয় ক্লাব বর্তমান কমিটির অধিনে হকির কোনো কার্যক্রমে অংশ নেবে না বলে আগেই ঘোষণা দিয়েছে। তারা এই কমিটিকে বৈধ বলে স্বীকার করছে না।
এই কারণেই নব নির্বাচিত কমিটির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলবদল আয়োজন করা।
এছাড়া সভায় জাতীয় দল নির্বাচন কমিটির চেয়ারম্যান করা হয়েছে কামরুল ইসলাম কিসমতকে।
তার চার সহকারী হলেন মামুনুর রশিদ, রফিকুল ইসলাম কামাল, এহসান রানা ও আবু জাফর তপন।
খাজা রহমতউল্লার নেতৃত্বে নির্বাচিত কমিটি শনিবার দায়িত্ব বুঝে নিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।