আমাদের কথা খুঁজে নিন

   

টোকিওতে ৫.৫ মাত্রার ভূমিকম্প

জাপানের রাজধানী টোকিওসহ দেশটির পূর্বাঞ্চলে আজ রবিবার সকালে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।ভূমিকম্পটির উৎপত্তি টোকিওর উত্তরপূর্বের ইবারাকি জেলায়।

তাৎক্ষণিকভাবে ভূমিকম্পজনিত কোনো ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি। এছাড়া বিধ্বস্ত ফুকুশিমা নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র থেকেও কোনো অস্বাভিকতার খবর পাওয়া যায়নি। এছাড়াও ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানানো হযেছে।

ভূমিকম্পের কারণে টোকিও থেকে উত্তর জাপানে চলাচলকারী টোহোকু শিনকানসেন বুলেট ট্রেনের চলাচল কিছুক্ষণের জন্য স্থগিত রাখা হয়েছিল।

এছাড়া, টোকিওর দুটি আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানের উঠানামায় কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি এবং টোকাই দাইনি নিউক্লিয়ার প্রকল্পতেও কোনো অস্বাভাবিকতা দৃষ্টিগোচর হয়নি বলে জানিয়েছে জাপানি গণমাধ্যম এনএইচকে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।