আমাদের কথা খুঁজে নিন

   

২০২০ অলিম্পিকের আসর টোকিওতে

২০২০ অলিম্পিক ও প্যারাঅলিম্পিক আয়োজনের দায়িত্ব পেয়েছে জাপানের রাজধানী টোকিও। সর্বোচ্চ ভোটে স্পেনের রাজধানী মাদ্রিদ ও তুরস্কের ইস্তাম্বুলকে হারিয়ে বৈশ্বিক এই প্রতিযোগিতার আয়োজনের কৃতিত্ব অর্জন করেছে তারা।

বিশ্বের সবচেয়ে বড় এ ক্রীড়া আসরের আয়োজক বেছে নিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে শনিবার ভোটাভুটিতে যেতে হয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে, যার চূড়ান্ত রাউন্ডে তুরস্কের ইস্তান্বুলকে ৬০-৩৬ ভোটে হারায় টোকিও।

যদিও ২০১৬ অলিম্পিকের আয়োজক হয়েছে ব্রাজিলের রিও ডি জেনিরো। কিন্তু সেখানে আয়োজক তালিকার ভোটাভুটিতে এগিয়ে ছিল টোকিও। কিন্তু ব্রাজিলের রিও ডি জেনিরোর কাছে শেষ পর্যন্ত পরাজিত হয়েছে তারা। টোকিও সরকার এরই মধ্যে ৪ দশমিক ৯ বিলিয়ন ডলার জমা করেছে অলিম্পিক ফান্ডে খেলার প্রস্তুতি বাবদ।

এশিয়ার প্রথম কোনো শহর হিসেবে দুইবার অলিম্পিক গেমস আয়োজনের সুযোগ পেল টোকিও। ১৯৬৪ সালের প্রথমবারের মতো ক্রীড়া মহোৎসব আয়োজনের মর্যাদা পেয়েছিল শহরটি।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.