আমাদের কথা খুঁজে নিন

   

টোকিওতে তুষার ঝড়ের সতর্কতা

১৩ বছরের মধ্যে এই প্রথম টোকিওতে এ ধরনের সতর্কতা জারি করা হল বলে বিবিসি জানিয়েছে।

সতর্কতার অংশ হিসেবে কয়েকশ’ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া সড়কপথ বন্ধ করার পাশাপাশি কিছু ট্রেন সার্ভিসও স্থগিত করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, তুষারপাত সংক্রান্ত দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্ততপক্ষে ৪৩ জন আহত হয়েছেন।

ফাইল ছবি

শনিবার সকালে টোকিওতে ৪ সেন্টিমিটারের (১.৬ ইঞ্চি) বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে।

জাপানের পূর্বাঞ্চলে নিম্নচাপজনিত কারণে আরো বেশি তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

২০১৩ সালে জাপানের উত্তরাঞ্চলে রেকর্ডভাঙ্গা ৫.৫ মিটারের (১৮ ফুট) বেশি তুষারপাতের কারণে অনেক ভবন বরফের প্রচণ্ড চাপে ভেঙ্গে পড়েছিল।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।