আমাদের কথা খুঁজে নিন

   

আইপ্যাড এয়ার বিস্ফোরণ অস্ট্রেলিয়ায়

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যানবেরার ভোডাফোন স্টোরে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে ভোডাফোনের মুখপাত্র এক বিবৃতিতে জানান, “ডিভাইসটির চার্জিং পোর্টে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। ডিভাইসটি অতিরিক্ত উত্তপ্ত হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটতে পারে।”
এ ব্যাপারে অ্যাপল কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে অ্যাপলের একজন প্রতিনিধি ভোডাফোন স্টোর ঘুরে দেখেছেন এবং বিস্ফোরিত অ্যাইপ্যাড এয়ার পরীক্ষা করেছেন বলে জানিয়েছে ম্যাশএবল।

কোনো আইওএস ডিভাইস বিস্ফোরণের এটাই প্রথম ঘটনা নয়। এর আগে অস্ট্রেলিয়াগামী এক বিমানে আইফোন ৪ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
অ্যাপল ২২ অক্টোবর আইপ্যাড এয়ারের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল। ১ নভেম্বর থেকে বিশ্বের ৪০টি দেশে একসঙ্গে বিক্রি শুরু হয় ট্যাবলেট কম্পিউটারটির।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।