আমাদের কথা খুঁজে নিন

   

আইপ্যাড এয়ারের পর ম্যাক্সি

এ বছর অ্যাপলের চমক ছিল আইপ্যাড এয়ার। আগামী বছর চমক হতে পারে আইপ্যাড ম্যাক্সি। ১২.৯ ইঞ্চি মাপের একটি মডেলের আইপ্যাড বাজারে আনতে পারে অ্যাপল। আগামী বছরের অক্টোবর নাগাদ উন্নত রেজুশেনের ডিসপ্লেযুক্ত নতুন আইপ্যাডের দেখা মিলতে পারে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপল ইনসাইডারের তথ্য অনুযায়ী, চীনের ফক্সকন কারখানায় বর্তমানে ১২.৯ ইঞ্চি মাপের আইপ্যাডের প্রটোটাইপ নিয়ে পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।

এ বছরের অক্টোবরে ৯.৭ ইঞ্চি মাপের আইপ্যাড এয়ার ও ৭.৯ ইঞ্চি মাপের আইপ্যাড মিনির নতুন সংস্করণ বাজারে আনার ঘোষণা দিয়েছিল অ্যাপল। বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, হালকা-পাতলা আইপ্যাড এয়ারের পরে আগামী বছর বড় মাপের আইপ্যাডের একটি সংস্করণ বাজারে আনতে পারে মার্কিন প্রতিষ্ঠানটি।

অ্যাপলের নতুন প্রযুক্তিপণ্য নিয়ে সারা বছরই বিভিন্ন প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোতে গুজব থাকে। অবশ্য এসব গুজব বিষয়ে অ্যাপলের পক্ষ থেকে কখনও কিছু প্রকাশ করা হয় না। তবে অনেক ক্ষেত্রেই এ ধরনের গুজবের সঙ্গে অ্যাপলের বাজারে আসা পণ্যের মিল থাকে।

চীন ভিত্তিক প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট প্যাডনিউজ সম্প্রতি নতুন আইপ্যাডের তথ্য প্রকাশ করেছে। শুধু প্যাডনিউজ নয় এর আগে ওয়ালস্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ১৩ ইঞ্চির চেয়ে সামান্য ছোট মাপের একটি ট্যাব তৈরিতে কাজ করছে অ্যাপল।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ডিজিটাইমসও এই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে। কোরিয়ার প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ইটিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে অ্যাপল বড় আকারের আইপ্যাড আনবে যার নাম হবে ‘আইপ্যাড ম্যাক্সি’। এই আইপ্যাডে ফোরকে বা বর্তমান এইচডির তুলনায় চারগুণ বেশি রেজুলেশনের ডিসপ্লে থাকতে পারে।

এ ছাড়াও এতে থাকবে উন্নত প্রসেসর ও নতুন ফিচার।  

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।