এক প্রতিবেদনে প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে পুরনো বাটনের পরিবর্তে নতুন লাইক বাটন দেখা যাবে।
নতুনভাবে ডিজাইন করা লাইক বাটনে ব্যবহার করা হয়েছে ফেইসবুকের ‘এফ’ লেখা নিজস্ব লোগো। এতে আগের লাইক বাটনের বৃদ্ধাঙ্গুলের ছবিটি না থাকলেও থাকছে ফেইসবুকের নিজস্ব লোগোর ছবি। নীলের উপর সাদার পরিবর্তে সাদার উপর নীল রংয়ে তৈরি করা হয়েছে নতুন লাইক বাটনটি।
এ সম্পর্কে ফেইসবুকের প্রোডাক্ট ম্যানেজার পিটার ইয়াং জানান, ফেইসবুকের লাইক অপশনটি পুনরায় ডিজাইন করা হয়েছে। নতুন ভার্সনে লাইক বাটন আরও সুন্দর দেখাবে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এ ফিচার উন্মুক্ত করার কথা রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।