আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামী লীগ সুর পাল্টাচ্ছে



যুদ্ধাপরাধীদের বিচার আ.লীগ শেষ করতে না পারলেও সমস্যা হবে না: আশরাফ এলজিআরডি মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর সমস্ত প্রস্তুতি প্রায় শেষ। আওয়ামী লীগ সরকারের মেয়াদের মধ্যে ট্রায়াল প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আওয়ামী লীগ সরকার যদি শেষ নাও করতে পারে তারপরও এমন একটা অবস্থায় দাঁড় করিয়ে রেখে যাওয়া হবে যাতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সমস্যা না হয়। আজ সোমবার সকাল ৭টায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা শেষে তিনি এ কথা বলেন। এ সময় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, আজকে অনেকে নিজেকে স্বাধীনতার ঘোষক, পতাকা উত্তোলক বলে দাবি করছেন। পতাকা যিনি তৈরি করছেন তিনিও জাতীয় দর্জি বলে নিজেকে দাবি করছেন। আগামীতে কেউ হয়তো পতাকা তৈরির সুতা (কাপড়) দেয়ার জন্য নিজেকে জাতীয় তাঁতী বলে দাবি করবেন। এসব তুচ্ছ-তাচ্ছিল্য বিষয়গুলো বন্ধ হওয়া উচিত। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনা প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার সব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কানাডায় যে খুনি লুকিয়ে আছে তাকেও ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। দ্রুত এর সুফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। সরকারের সাফল্য-ব্যর্থতা প্রসঙ্গে আশরাফ বলেন, বিগত দুই বছরে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার কাছাকাছি পর্যায়ে এসে পৌঁছেছি। জনগণের কাছে ৫ বছরের উন্নয়নের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে এ সরকারের মেয়াদের মধ্যে তা বাস্তবায়ন হবে বলে তিনি জানান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.