আমাদের কথা খুঁজে নিন

   

আসুন আরবি শিখি ১ - ৪ اسم এর দ্বিবচন

আমি খুব ভালো ব্লগ লিখি না। আমার দরকারি জিনিষ গুলো যাতে না ভুলে যাই তাই লিখি।

اسم এর দ্বিবচন আসুন একটা আরবী শব্দ দেখা যাক। مُسْلِمٌ বলতে পারবেন এটি কি رفع, نصب না جر । লক্ষ করে দেখুন এটি শেষ হয়েছে উনা দ্বারা।

বলুনত এর رفع, نصب এবং جر কি হবে? চেষ্টা করে দেখুন । আশা করি আপনি পেরেছেন। مُسْلِمٌ শব্দটির رفع, نصب এবং جر অবস্থা হলঃ مُسْلِمٌ - رفع مُسْلِماً - نصب এবং مُسْلِمٍ - جر খেয়াল করবেনঃ مُسْلِماً এই শব্দে আমরা যখন দুইটি ফাতহা (ফাতহা - তান) ব্যবহার করেছি, তখন আমরা একটা বাড়তি আলিফ ব্যবহার করেছি। ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা পরে বিস্তারিত আলাপ করব। কিন্তু যদি আমরা লিখি মুসলিমা مُسْلِمَ তাহলে এই বাড়তি আলিফটা ব্যবহার করা যাবে না।

এখন আজকে আমরা শিখব দ্বিবচন এর ক্ষেত্রে আমরা কিভাবে লিখব। مُسْلِمٌ ـ مسلما نِ مُسْلِماً ـ مُسْلِمَيْنِ مُسْلِمٍ ـ مُسْلِمَيْنِ লক্ষ করে দেখুন নাসব এবং জার দুই ক্ষেত্রেই مُسْلِمَيْنِ ব্যবহার করা হয় ইনসাল্লাহ এই ব্যাপারে পরে আলোচনা করব। এবার ছোট আরেকটা অনুশীলন নিচের বাক্যগুলো খেয়াল করুন ১. একজন মুসলিম হাটছেন। ২. মুসলিমের ধর্ম ইসলাম। ৩. আমার একজন মুসলিমের সাথে দেখা হল।

বলতে পারেন আন্ডারলাইন করা শব্দগুলো কি نصب ,رفع, নাকি جر । এবং কোন ক্ষেত্রে আমরা কিভাবে লিখব?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।