আমাদের কথা খুঁজে নিন

   

কোরান এবং আরবি ভাষাঃ

posondo kori,kintu bortoman bd er rajnite neya hotas. আরবী, আরব দেশ তথা মিডেল ইস্ট সহ নর্দ আফ্রিকার কিছু দেশের মাতৃ ভাষা। পৃথিবীর সকল মানুষ মাতৃ ভাষার মাধ্যমেই তার মনের ভাব প্রকাশ সহ যাবতিয় কাজ কর্ম করে থাকে । আরব জাতি ও তার ব্যাতিক্রম নয়। এই ভাষার মাধ্যমেই তাহারা ভাল সহ যাবতীয় অপকর্ম করে থাকে। টয়লেট পেপার থেকে শুরু করে পর্নগ্রাফির উপর এই আরবি ভাষা লেখা থাকে, অপর দিকে পবিত্র কোরানের আয়াত গুলো এই হরফ দিয়েই লেখা হয়।

সুতারং স্পষ্ট করেই বলা যায় ভাষা কোন গুরুত্ব পুর্ন বিষয় নয় ভাব প্রকাশের ক্ষেত্রে,ভাব বা অনুভুতিই আসল ব্যাপার। পানি কে যে ভাষাই অনুবাদ করেন না কেন পানির মৌলিক স্বাদের কোন পরিবর্তন আসে না। বাংলাদেশের শিক্ষিত,অর্ধশিক্ষিত,অশিক্ষিত সকল শ্রেনীর মানুষের মধ্যে এই আরবি ভাষার প্রতি অঘাত শ্রদ্ধা ও ভক্তি ,রাস্তা ঘাটে পরে থাকা নোংরা আরবি ভাষা লেখা কাগজ দেখলেই তুলে চুমু খাওয়ার মত ঘটনা ও বিরল নয়। আর এ কারনেই হয়ত সংসারের নতুন সদস্যটি কথা বলা শিখলেই এই আরবি ভাষা শেখার জন্য মাদ্রাশায় পাঠানো হয় ইচ্ছার বিরুদ্ধে। যা এই সুবোধ বালক টির জন্য অতিশয় কষ্টকর।

সবচেয়ে অবাক বিষয় হল এই বাংগালি জনগোষ্টী আরবি ভাষার কোন ব্যাকরন বা অর্থ জানে না। । শুধু দেখে দেখে পরা পর্যন্ত এদের জ্ঞান শীমাবদ্ধ। আর এ ভাবেই তারা কোরানের মত মহাগ্রন্থ পরার দৃষ্টটা দেখায় সয়াব লাভের আশায়, এই শীমিত ভাষা জ্ঞান দিয়ে। ফলে পরি নতি যা হবার তাই হয়।

জন্ম নেয় বিশাল এক মৌলবাদী জনগোষ্টী। কোরানের মুল বক্তব্য থেকে এরা চিরকাল দূরে থাকে। পবিত্র কোরানে এই সমস্ত লোকদের সম্পর্কে কি বলেছে দেখুনঃ সুরা বাকারা আয়াত ১৭১ঃ কাফের দের উপমা এমন ,যারা কোরানের শব্দ, সুর,ছাড়া অন্য কিছুই বোঝে না। আবার সুরা বাকারা আয়াত৭৮ বলা হয়েছেঃ তোমাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে যারা মিথ্যা আসা ছাড়া কোরানের কিছুই বুঝে না, তারা শুধু ধারনাই পোষন করে। সুতারং আফসুস তাদের জন্য।

এভাবে কোরানের অসংখ্য আয়াতে এই জাতীয় কথা বলা হয়েছে। পরিশেষে বলবঃ কোরান জানতে হলে বুঝতে মাতৃ ভাষায় চর্চা করুন। এই দুর্বোধ্য আরবি ভাষা আমাদের জান্নাতের পরিবর্তে যাহান্নামে নিয়ে যেতে সহাওক হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।