আমাদের কথা খুঁজে নিন

   

নিরাপদ ইন্টারনেট গড়তে ‘হ্যাকারওয়ান’

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়েবের কোন অংশগুলো পরীক্ষা করে দেখা যেতে পারে, সে বিষয়ে আয়োজক দলই পরামর্শ দিয়েছে।
কর্মসূচির পুরস্কারের অর্থ সর্বনি¤œ ৩০০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার পর্যন্ত। নিরাপত্তা ত্রুটির মাত্রার উপর নির্ভর করবে পুরস্কার হিসেবে অর্থের পরিমাণ। তবে নিরাপত্তা ত্রুটির গুরুত্ব বিবেচনা করে পুরস্কারের অর্থ বাড়ানো হতে পারে।
নিরাপত্তা ত্রুটির গুরুত্ব বিবেচনার জন্য থাকবে গুগল কর্মীদের বিশেষ প্যানেল।

তারাই সিদ্ধান্ত নেবেন কোন ত্রুটির জন্য কী পরিমাণ অর্থ দেওয়া হবে। আর এ পুরস্কারের অর্থ বহন করবে মাইক্রোসফট এবং ফেইসবুক।
যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে কিউবা, ইরান, উত্তর কোরিয়া এবং সিরিয়া বাদে কর্মসূচিতে অন্যান্য দেশের নাগরিক, এমনকি শিশুরাও অংশ নিতে পারবেন। তবে কোনো শিশু নিরাপত্তাত্রুটি খুঁজে পেলে তাকে অভিভাবকের মাধ্যমে পুরস্কারের অর্থ সংগ্রহ করতে হবে।
অন্যদিকে উইন্ডোজের বিশেষ নিরাপত্তাত্রুটি বের করার জন্য মাইক্রোসফটের আলাদা কর্মসূচি চলছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটি এ জন্য পুরস্কারের অর্থ এক লাখ ডলার পর্যন্ত বৃদ্ধি করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.