আমি চাষা ভূষর; লোভ, হিংসা ও অহংকার পরিহার করুন। সবাইকে সালাম,
আজই প্রথম ব্লগের জগতে পা রাখলাম, এর আগে অনেক ব্লগে, অনেক কিছু পড়েছি কিন্তু লেখার মত কঠিন কাজটি আমাকে দিয়ে কোন দিন হয়ে ওঠেনি। যাই হোক, আমি আমার সীমিত জ্ঞানএ বর্তমানে চলমান পরিস্থিতি নিয়ে লেখার দুঃস্বাহস করছি না। আমি ছোটবেলা থেকেই প্রযুক্তি আসক্ত, আমার লেখাগুলো মুলতঃ প্রযুক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে আশা করছি। আপনাদের সবার কাছেই প্রত্যাশা, আমার ভূল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের মতামত ব্যাক্ত করবেন, যেটা আমাকে নতুন কিছু লিখতে উৎসাহীত করবে।
পরিশেষে, একটি কথা না বললেই নয়, আমার ব্লগের এই যাত্রা শুরুর পিছনে আমার খুব প্রিয় একজন বন্ধুর অবদান অনস্বীকার্জ। সেই মুলতঃ আমাকে লেখালেখীর মত কঠিন কাজটি করতে উৎসাহীত করেছে। সে নিজেও একজন খুব দারুন ব্লগার এবং তার লেখনী আসলেই অসাধারণ (আপনারা অনেকেই হয়ত তার ব্লগ পড়েছেন - ব্লগীয় নামঃ সময়একাত্তর)।
যাইহোক, আজ এখানেই থামছি। আশা করছি অতি শীঘ্রই নতুন প্রযুক্তি বিষয়ক কোন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব! সব্বাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
- নাফিজ (প্রযুক্তি আসক্ত) - ০১-১০-২০১৩ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।