এরই মধ্যে বাঁকানো ডিসপ্লেযুক্ত স্মার্টফোনের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ও এলজি। সম্ভবত এবারে এ তালিকায় নাম লেখাতে যাচ্ছে মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল। ব্লুমবার্গের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর দুইটি মডেলের আইফোন বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি। এই স্মার্টফোন দুটিতে নতুন ও দ্রুতগতির সেন্সরযুক্ত হবে।
অ্যাপলের পণ্য বাজারে আসার আগেভাগেই প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নানা গুজব ছড়িয়ে পড়তে দেখা যায়।
অনেক সময় এসব গুজবের ভিত্তিও থাকে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালের বাজারে আনা আইফোন ৫এস ও ৫সির মতো ২০১৪ সালেও নতুন দুটি মডেলের আইফোন বাজারে আনতে পারে অ্যাপল। দুটি মডেলের আইফোন হবে বর্তমানে বাজারে থাকা আইফোনের চেয়ে বড় মাপের।
অ্যাপল ঘনিষ্ঠ সূত্রের বরাতে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বোচ্চ সাড়ে পাঁচ ইঞ্চি মাপের আইফোন আনবে প্রতিষ্ঠানটি। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হবে, এই স্মার্টফোনে বাঁকানো ডিসপ্লে ব্যবহার করবে অ্যাপল।
অ্যাপল অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।