মার্কিন সাময়িকী টাইম এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রিটিশ বিজ্ঞানীদের একটি দল তার মৃত্যু রহস্য সম্পর্কিত গবেষণাটি করেছেন।
গাড়ি দুর্ঘটনা অনুসন্ধানকারীদের সঙ্গে যৌথ গবেষণার পর ব্রিটিশ বিজ্ঞানীদের দলটি জানিয়েছে, কিংবদন্তী ফারাও তুতেনখামেন যুদ্ধক্ষেত্রে দুর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করেন।
গবেষকদলটির মতে, ১৯ বছর বয়স্ক তুতেনখামেন হাঁটুতে আঘাত পেয়েছিলেন। আঘাতটি কীসের দিয়ে হতে পারে সেটিও নির্ণয় করেছেন এ দলটি। তাদের মতে, তুতেনখামেনের হাঁটুর উপর দিয়ে যুদ্ধ-রথ চলে যাওয়ার কারণে তিনি মারা গিয়েছিলেন।
অন্যদিকে গত বছরের একটি গবেষণায় বলা হয়েছিল, তুতেনখামেনের মৃত্যু স্নায়ুরোগের কারণে হয়ে থাকতে পারে।
সংরক্ষিত তুতেনখামেনের মরদেহের একটি অংশ নিয়ে গবেষণা করে দলটি আরও জানিয়েছে, মৃত্যুর পর তার দেহ মমিতে পরিণত করার সময় সুগন্ধি বস্তু হিসেবে যে তরল এবং যে লিনেন কাপড় ব্যবহার করা হয়েছিল তা থেকে পরবর্তীতে কফিনে আবদ্ধ অবস্থায় রাসায়নিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। এ প্রক্রিয়ায় তার মমি কক্ষের তাপমাত্রা বেড়ে গিয়ে মরদেহ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
তুতেনখামেনের মরদেহ আবিষ্কারের পর সেটিতে ফোসকার মত অবস্থা দেখা গিয়েছিল। গবেষকরা জানিয়েছেন, ওই রাসায়নিক প্রতিক্রিয়া থেকেই ধীরে ধীরে এটি হয়েছিল।
নতুন এ আবিষ্কৃত তথ্য মৃত্যু রহস্যের সঙ্গে সঙ্গে মিশরের রাজার মরদেহ কেন পোড়া অবস্থায় পাওয়া গিয়েছিল, তারও যৌক্তিক ব্যখ্যা দিয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।