সব্বাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি। এখানে এটাই আমার প্রথম পোস্ট।
আইসিসি ওয়ার্ল্ড টি২০ এর ইতিহাস :
ক্রিকেটের টুয়েন্টি২০ পদ্ধতির আন্তর্জাতিক চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতাবিশেষ। এটি কখনো কখনো টি২০ বিশ্বকাপ নামে পরিচিতি হয়ে থাকে। প্রতিযোগিতাটি ক্রীড়া নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি কর্তৃক পরিচালিত হয়।
প্রতিযোগিতায় ১২ দলের অংশগ্রহণ থাকে। তন্মধ্যে ১০টি আইসিসি'র পূর্ণ সদস্যভূক্ত স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বাকী দুইটি দলের অংশগ্রহণের জন্যে আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ যোগ্যতা নির্ধারণী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। অতঃপর শীর্ষস্থানীয় দুই দল আইসিসি ওয়ার্ল্ড টি২০ খেলায় অংশ নেয়। বর্তমানে প্রতিযোগিতাটি প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে।
আর বিস্তারিত জানার ইচ্ছা থাকলে এখানে ঘুরে আস্তে পারেন ।
গ্রুপ বিভাজন ধাপ:
গ্রুপ পর্ব এবং সুপার এইটে ফলাফল নির্ধারণের জন্যে নিম্নবর্ণিত পয়েন্ট বরাদ্দ রাখা হয়েছে:
কোন কারণে যদি টাই হয়, তাহলে সুপার ওভারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হবে। আবার সুপার ওভারেও যদি একই ধরনের ঘটনা ঘটে তাহলে যে দল তাদের ইনিংসে সর্বাধিক ছয় বা ছক্কা মেরেছে, তাদেরকে বিজয়ী বলে ঘোষণা করা হবে। এ প্রক্রিয়া প্রতিযোগিতার সবগুলো খেলার জন্যেই প্রযোজ্য হবে। ২০০৭ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০-তে এ নিয়ম প্রবর্তিত ও প্রচলন ঘটানো হয়নি।
তখন বোল-আউটের মাধ্যমে টাই ভাঙ্গা হতো।
প্রত্যেক গ্রুপ ও সুপার এইট পর্বে দলের শীর্ষস্থান নির্ধারণে নিম্নবর্ণিত শর্তাদি রাখা হয়েছে:
আইসিসি ওয়ার্ল্ড টি২০ এর ভেনু:
খেলাগুলো অনুষ্ঠিত হবে বাংলাদেশের বিভিন্ন ভেনুতে। এগুল ঢাকা, সিলেট ও চিটাগংএ অবস্থিত।
ভেনু গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন এখানে
আইসিসি ওয়ার্ল্ড টি২০ এর দল:
২০১৪ সালে বাংলাদেশ এককভাবে টি২০ বিশ্বকাপ আয়োজন করবে। আইসিসি ওয়ার্ল্ড টি২০ বাংলাদেশ ২০১৪-এ অংশগ্রহণকারী ক্রিকেট দল পুরুষ ১৬টি ও মহিলা ১০টি।
সম্ভাব্য ম্যাচ সংখ্যা পুরুষ বিভাগে ৩৯টি ও মহিলা বিভাগে ১৫টি। আর বিস্তারিত জানতে পারবেন এখানে
এই সময়সূচি গুলো পরিবর্তনশীল এগুলর সর্বশেষ অবস্থা গুলো জানতে পারবেন এখানে
আইসিসি ওয়ার্ল্ড টি২০ এর সময়সূচি:
TOURNAMENT MATCHES MATCH DATE TIME [BST] TEAM TEAM VENUE WINNER 13 21/03/2014 3:00 P.M IND PAK DHAKA 14 22/03/2014 11:00 A.M SL SA CHITTAGONG 15 22/03/2014 3:00 P.M ENG NZ CHITTAGONG 16 23/03/2014 11:00 A.M PAK AUS DHAKA 17 23/03/2014 3:00 P.M WI IND DHAKA 18 24/03/2014 11:00 A.M NZ SA CHITTAGONG 19 24/03/2014 3:00 P.M SL TBD CHITTAGONG 20 25/03/2014 3:00 P.M TBD WI DHAKA 21 27/03/2014 11:00 A.M SA TBD CHITTAGONG 22 27/03/2014 3:00 P.M ENG SL CHITTAGONG 23 28/03/2014 11:00 A.M WI AUS DHAKA 24 28/03/2014 3:00 P.M TBD IND DHAKA 25 29/03/2014 11:00 A.M NZ TBD CHITTAGONG 26 29/03/2014 3:00 P.M ENG SA CHITTAGONG 27 30/03/2014 12:00 P.M PAK TBD DHAKA 28 30/03/2014 4:00 P.M IND AUS DHAKA 29 31/03/2014 12:00 P.M ENG TBD CHITTAGONG 30 31/03/2014 4:00 P.M SL NZ CHITTAGONG 31 1/04/2014 12:00 P.M TBD AUS DHAKA 32 1/04/2014 4:00 P.M WI PAK DHAKA SEMI-FINAL 1 3/04/2014 3:30 P.M TBD TBD DHAKA SEMI-FINAL 2 4/04/2014 3:30 P.M TBD TBD DHAKA FINAL 6/04/2014 3:30 P.M TBD TBD DHAKA
আইসিসি ওয়ার্ল্ড টি২০ অনলাইনেঃ
ওয়ার্ল্ড কাপ এর খেলাগুলো আপনারা সরাসরি দেখতে পারবেন অনলাইনেও। বিভিন্ন ওয়েব সাইট অনলাইনে খেলা দেখাবে। আপনারা অনলাইনে খেলাগুলো দেখতে পারেন এখানে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।