আমাদের কথা খুঁজে নিন

   

নকলে বাধা দেয়ায় শিক্ষককে ইট নিক্ষেপ

এ সময় কলেজের বাংলা বিভাগের শিক্ষক গুলশান আরা ইটের আঘাতে আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানায়।
শুক্রবার আদর্শ ডিগ্রি কলেজে এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করা হলেও সরকারিদল সমর্থিত এ সংগঠনটি তা অস্বীকার করেছে।
দায়িত্বরত শিক্ষক বিনয় কৃষ্ণ রায়, আসিফ মান্নানসহ প্রত্যক্ষদর্শীরা জানান, এই কলেজ কেন্দ্রে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্ররা এইচএসসি পরীক্ষা দিচ্ছে।
শুক্রবার হিসাববিজ্ঞান পরীক্ষা চলাকালে সরকারি কলেজের পরীক্ষার্থী ও ছাত্রলীগকর্মী রিমন, ফরহাদ, সাজ্জাদসহ কয়েকজন নকল করার চেষ্টা করে।
সে সময় শিক্ষকরা তাদের বাধা দেন।

এরপরও তারা পরীক্ষার খাতা নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বরত শিক্ষকরা খাতা রেখে দেন এবং পরবর্তীতে তা আবার তাদের দিয়েও দেন।
এতে ওই পরীক্ষার্থীরা শিক্ষকদের গালাগাল দেয় এবং পরীক্ষা শেষে শিক্ষক মিলনায়তনে ইটপাটকেল নিক্ষেপ করে।
তাদের ইটের আঘাতে আহত শিক্ষিকা গুলশান আরাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলেও এই শিক্ষকরা জানান।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলাম বলেন, পরীক্ষা নিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের একটি অংশের সঙ্গে শিক্ষকদের বাকবিতণ্ডা হয়েছে বলে তিনি শুনেছেন।


“আমি যতদূর জানি ওই ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। বরং কলেজ ছাত্রলীগের নেতারা সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করেন,” বলেন রেজাউল।
এদিকে আর্দশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “এইচএসসি পরীক্ষায় অতীতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। শুক্রবারের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ”
এতে শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলেও তিনি অভিযোগ করেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।