আমাদের কথা খুঁজে নিন

   

নকলে বাধা দেওয়ায় ভাঙচুর, শিক্ষক লাঞ্ছিত

বাঞ্ছারামপুরে এইচএসসি পরীক্ষায় নকল করতে না দেওয়ায় পর্যবেক্ষককে পিটিয়েছে পরীক্ষার্থীরা। উপজেলার ছয়ফুল্লাকান্দি বাজারে গতকাল এ ঘটনা ঘটে। জানা যায়, শাহ রাহাত আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে গতকাল ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা শেষে কয়েকজন পরীক্ষার্থী নকল করতে না দেওয়ায় পর্যবেক্ষকদের মারধরের হুমকি দেয়। এর কিছুক্ষণ পর কেন্দ্রের অদূরে ছয়ফুল্লাকান্দি বাজারে পর্যবেক্ষক আবদুল লতিফ ও জাহাঙ্গীর আলমকে মারধর করে ৮-১০ পরীক্ষার্থী। পুলিশ এ ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে জাকির হোসেন নামে একজনকে আটক করেছে।হবিগঞ্জে শিক্ষক লাঞ্ছিত : হবিগঞ্জ প্রতিনিধি জানান, এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে সরকারি মহিলা কলেজ কেন্দ্রের তিন পরীক্ষার্থীকে বহিষ্কার ও মোবাইলফোন জব্দ করায় কতিপয় বহিরাগত গতকাল ওই কেন্দ্রের পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ককে লাঞ্ছিত, প্রাইভেট কার ও পরীক্ষা কেন্দ্র ভাঙচুর করে। ঘটনার পর হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সরকারি মহিলা কলেজের ছাত্রীরা।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।