আমাদের কথা খুঁজে নিন

   

বগুড়ায় হরতালের সমর্থনে পিকেটিং

নির্দলীয় সরকারের অধিনে জাতীয় নির্বাচন এবং গ্রেফতারকৃত সকল নেতাকর্মিদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের টানা ৮৪ ঘন্টা হরতালের তৃতীয় দিনে  বগুড়ায় মিছিল, মিটিং বিক্ষোভ সমাবেশ ও পিকেটিং এর মধ্যে শেষ হয়েছে।
 
আজ সকালে বগুড়া শহরের মাটিডালি বিমানমোড়ে ১৮ দলের হরতালের সমর্থনে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। করে এসময় পর পর দুটি ককটেল বিস্ফোরণ হয়। শহরের খান্দারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শহর ছাত্রশিবির।
 
বেলা ১১ টায় বগুড়া জেলা যুবদলের সভাপতি সিপার আল বখতিয়ারের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের হয়।

এদিকে হরতালের বিপক্ষে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সভাপতি আল রাজী জুয়েল, ছাত্রলীগ নেতা মাশরাফি হিরো, আমিনুল ইসলাম ডাবলু প্রমুখ।
 
আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিজিবি, র‍্যাব ও পুলিশের যৌথ বাহিনী টহল দেয়। এছাড়া শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। ব্যাংক খোলা থাকলেও লেন দেন হয়েছে খুবই কম।

শহরের মফিজপাগলার মোড়ে নারুলী, চারমাথা, কলোনী, মালতীনগর, বড়গোলা, ফুলবাড়ি এলাকায় হরতালের পক্ষে পিকেটিং করতে দেখা গেছে হরতাল সমর্থকদের। শহরে শান্তিপূর্নভাবে হরতাল পালন হয়েছে।
 
বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম জানান, আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুরিশ, র‍্যাব, আমর্ড পুলিশ সদস্যরা টহল দিচ্ছে। শহরে শান্তিপূর্ন  অবস্থা বিরাজ করছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.