আমাদের কথা খুঁজে নিন

   

দাজ্জালের আগমন, অন্ধকার যুগের দিকে সকলে ধাবিত

সুন্দরের দূরত্ব কখনো হয় না ক্ষয়, কাছে না পেয়ে না পাওয়ার দেয় অফুরন্ত পরিচয় ।

মানি না আমি এই সমাজের তন্ত্র মন্ত্র, শীধেল চোরগুলো আজ ফতোয়ার দায়ে সমাজে গেরে বসে আছে, অস্থীর মানুষগুলো আজ ওদের দলেই যোগ দিচ্ছে তাই অশ্লীলতার পোষাক সকলের গায়ে, প্রতিযোগীতার তালে গলে ঝুলছে দাজ্জালের আগমন এর প্ররোচনা চলছে, অন্ধকার যুগের দিকে সকলে ধাবিত **************************************** এসেছো যখন যেতে তো হবে, যেভাবে শূন্য থেকে শুরু শূন্যে গিয়ে শেষ অদ্ভূত সুন্দর এই রং মহলে ক্ষানিক জীবনের বসতী মেলা ************************************** কখনও মনে অহংকার এনোনা তাহলে সে তোমাকে অস্থীরতায় ভোগাবে নিজেকে কখনও মিথ্যের জলে ডুবিও না তাহলে পাপ তোমার পশমের গোরায় গোরায় ছেয়ে যাবে ********************* ***************** **************

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।