আমাদের কথা খুঁজে নিন

   

এই বিসিবি, সেই বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও আইসিসির ভাইস-প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামাল তার দেশের ক্রিকেট দলের পাকিস্তান সফরের 'নিঃশর্ত প্রতিশ্রুতি' দেয়ার কথা অস্বীকার করেছেন। তার এ বক্তব্যের সঙ্গে বিসিবি'র বর্তমান সভাপতি নাজমুল হাসানের কথার মিল পাওয়া যাচ্ছে না। লোটাস কামাল বলেন, তিনি পাকিস্তান সফরের সমর্থক হলেও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা বিসিবি'র হাতে রয়েছে। কামাল সাংবাদিকদের জানিয়েছেন, "আইসিসি'র কোনো বৈঠকে নিঃশর্ত প্রতিশ্রুতির কোনো কথাই উত্থাপিত হয়নি। বিসিবি'র সভাপতি থাকার সময় আমি আইসিসি'র একটি বৈঠকেও অনুপস্থিত থাকিনি। এ ধরনের কোনো প্রতিশ্রুতি কয়েক মিনিটের মধ্যে লেখা হতে পারে না (যে তা আমার চোখ এড়িয়ে যাবে)। আমি এ ধরনের কোনো ঘটনার কথা সম্পূর্ণ অস্বীকার করছি।" মুস্তফা কামাল এ কথা বললেও নাজমুল হাসান গত ৩১ ডিসেম্বর পাকিস্তান সফর বাতিলের ঘোষণা দেয়ার সময় সুস্পষ্টভাবে বলেন, ২০১২ সালের এপ্রিলে আইসিসি'র বৈঠকে তার দেশ পাকিস্তান সফরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। খুব সঙ্গত কারণে বিসিবির ততকালীন সভাপতি আ হ ম মুস্তফা কামালই সে প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে লোটাস কামাল হঠাৎ তার অবস্থান পরিবর্তন করলেন কেন? জনগণের চাপ সহ্য করতে না পেরেই কি তিনি ডিগবাজি দিলেন? ছবি পরিচিতি : নিরাপত্তা খতিয়ে দেখতে ২০১২ সালের মার্চ মাসে পাকিস্তান সফর করেন কামাল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।