আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক গ্রেফতার

ভারতে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনা ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার বিদ্যাধর কলোনিতে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ২২ বছরের শঙ্কর প্রামানিক ওই ছাত্রীর বাড়িতে পড়াতে গিয়েছিলেন। তখন ছাত্রীর বাবা-মা বাড়ির বাইরে ছিলেন। সেই সুযোগে ছাত্রীকে ধর্ষণ করে ওই গৃহশিক্ষক। প্রতিবেশীরা ঘটনাটি জানতে পেরে তারা ওই গৃহশিক্ষককে মারধর করেন।

উল্লেখ্য, খবর পেয়ে ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিশ ছুটে যায়। তারা গিয়ে গৃহশিক্ষককে আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই ছাত্রীকে মেডিক্যাল পরীক্ষার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.