আমাদের কথা খুঁজে নিন

   

আমরা অগ্রজ



আমরা অগ্রজ শাফিক আফতাব................... এখন আমাদের হেলেপড়া বিবর্ণদিন__ধূসর ধুম্র কুয়াসা __ এখন আমাদের অনুর্বরতা আর ঝরাপাতাদের ক্রন্দন, এখন আমরা অপাংক্তেয়, উচ্ছিষ্ট পুকুরের জলে শ্যাওলা ভাসা ভাসা__ এখন আমাদের ভালোবাসার নেই কোনো মন। এখন আমাদের প্রয়োজন নেই__আমরা অবসর প্রাপ্ত নিথর কর্মচারি আমাদের কথা, স্বর, সব আজ অপলাপ বলে মনে হয় আমাদের আর কিছু নেই__একদিন করেছি যে ঘর, জমি_বাড়ি আমরা আজ বসে বসে খাই__আমরা শুধু শুধু করি অপচয়। একদিন আমরা ঝড়ঝঞ্ঝায়, ঘামে সংগ্রামে কুঁড়েছি দানা পুষে পুষে বড় করেছি মানবসন্তানের, দেখায়েছি আকাশের নীল, মণীষা শুশ্রূষা আর বোধের দোলে, রক্তে দিয়েছি চেতনা __ আজ আমাদের কিছু নেই__কত সংকীর্ণ আমাদের নিখিল। একদিন দিয়েছি, রক্তে, বোধে, ঘামে, সংগ্রামে এক দেশ, ইতিহাস তাই নিয়ে গর্ব তোদের আজ, আমরা বুড়ো, নুলো__এই পরিহাস। ১৩.১১.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।