প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
হুলিয়া মাথায় নিয়ে হয় ভালোবাসা ?
..............................
বছর শেষ প্রায়__আর মাত্র দুটো মাস
অাগামী নববর্ষ থেকে খুব করে ভালোবাসবো তোমাকে__অপেক্ষা করো।
এই তো ব্যাংকের লোনটা শোধ করে, ঝামেলাটা শেষ করে
মামলার রায়টা হাতে নিয়ে__খুব করে ভালোবাসবো তোমাকে
দেখিও তুমি__অভিজাত বিপনিবিতানে নিয়ে যাবো তোমাকে
দেবো সবচে দামি শাড়ি
লিপষ্টিক, গাঢ়চুমো, প্রগাঢ় মিলন__বর্ষার ঝমঝম, অনুগমনে দেবো মদিরতা।
অপেক্ষা করো__দেশের হালটা ভালো হোক
সংলাপ হোক, শুধু তো বিক্ষোভ আর কর্মসূচী__রাজনৈতিক নেতৃবৃন্দের কানামাছি
হরতাল, কেউ বেতাল, বন্ধ ধানের চাতাল__হায় দুঃসময়ের কাল !
কী করে বলি তোমাকে
কত দৈন্যের মধ্যে থাকতে হয় আমাকে !
এত দুশ্চিন্তা নিয়ে কী করে ভালোবাসা হয়, বলো__অনুকূল হলে বিকল হয়ে আসে সেতার
দেনার দায় নিয়ে কী করে ভালোবাসা হয় ?
হুলিয়া মাথায় নিয়ে হয় ভালোবাসা ?, ভালোবাসা বেসে স্বাদ আসে অনুভবে চেতনায় ?
তারচে, বরং অপেক্ষা করো__এই দেউলিয়া উপাধি ঘুচে তোমাকে ভালোবাসবো আমি
খুব করে ভালোবাসবো, দেখাবো পৃথিবীর সবচে নান্দনিক শহর, পৃথিবীর সকল আনন্দের চেয়ে
ভিন্নতর অনুভব এক__তুমি ভালোবাসার ভারে নুয়ে যাবে, আনন্দের তোড়ে কেঁদে যাবে তুমি
কেঁদে যাবো...............!!
১৩.১১.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।