আমাদের কথা খুঁজে নিন

   

বানিয়ে নিন নিজের মনের মতো একটা Mini Bread Board অথবা AVR development Board ।


এটি যাদের জন্য:
1. ইলেক্ট্রনিকস যাদের Hobby
2.ইলেক্ট্রনিকস Student এর
3.বিশেষ করে তাদের যারা  Microcontroller নিয়ে Study করে  অথবা PROJECT করে।
কি কি কাজে Help করতে পারে পারে:
1. Mini BreadBoard এর ন্যায় কাজ লাগতে পারে ।
2. 28 পিন ও এর নিচের অনেক IC নিয়ে সহজে কাজ করতে পারেন ।
3.  ATMEGA8,ATMEGA328,ATMEGA168  এই ধরনের 28 pin এর  Micro controller নিয়ে কাজ করতে পারেন ।
4. এটি মূলত Arduino এর আদলে তৈরী তাই Arduino Board  থকে  Micro controller replace করে এই Board এ সহজে কাজ করা যায় ।

একাধিক  Arduino Board এর প্রয়োজন হলে এটি দিয়ে সহজে চালিয়ে নেয়া যায় ।
আর কি কি কাজে আসবে তা আপনি নিজেই বুঝতে পারবেন ।

তৈরী করতে যা লাগবে :
1. pcb তৈরী করতে যেগুলো লাগবে তা যদি জানেন তো ভাল আর না জানলে পূর্ব বর্তী একটা POST আছে তা থেকে শিখতে পারেন ।
2. 28 PIN IC BASE - 1 PIECE
3. RESISTOR-  1k ( 2 PIECES ) , 10K (1 PIECE)
4. CAPACITOR - 0.1uf ( 2 PIECES ) , 1uf (1 PIECE),22pf  (2 PIECES)
5. Led- 2 PIECES(Green& Red)
6. Crystal- 16MHz  (1 PIECE)
7. Some Female Header
That's  Enough.

Component Connection:

Bread Board এর চার পাশে Ground & Power আছে তাহলে বুঝতে পারছেন কিভাবে use করতে হবে ।
এই ধরনের দুই তিনটি বোর্ডে  এক সাথে power supply দেয়ার জন্য একটি pcb আমি বানিয়েছি এটা অন্য একদিন আপনাদের সাথে share করব ইনশ্আল্লাহ।


Pcb বানাতে অথবা কোন problem হলে সরাসরি contact করতে পারেন +8801754105025  ।
Board টি use করে দেইখেন মজা পাইবেন ।
আমার post টিতে কোন ভূল হলে জানাবেন plz.   [ Best Of Luck]

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.