খুবই মজা লাগছে দেশের সংবিধান বিশেজ্ঞদের দৌড়াদৌড়ি দেখে। রাজনৈতিক পরিচয়ের বাহিরে কেবল আইনজ্ঞ হিসাবে জনাব শফিক সাহেবকে আমি অসম্ভব শ্রদ্ধা করি। কিন্তু উনি মন্ত্রীদের পদত্যাগ নিয়ে যেই ব্যাখ্যা দিলেন তাতে খুব হতাশ হলাম।
আজকে আবার জনাব বাসেত মজুমদার এর মুখে নতুন কথা..." এখানে টেকনিক্যাল দিকের প্রতি বেশি মনোযোগী হওয়ার পরিবর্তে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উদারতা ও শুভেচ্ছাকে বড় করে দেখতে হবে। "..."এখন মন্ত্রীদের পদত্যাগপত্রের সাংবিধানিক বৈধতার প্রশ্ন না তুলে বিরোধী দলের উচিত হবে খোলা মন নিয়ে সমঝোতার পথে এগিয়ে আসা।"...হাসুম নাকি কান্দুম বুঝতাছি না।
সূত্র: প্রথম আলো
জনাব মজুমদার এর আগে কখন ও সংবিধান নিয়ে কথা বলেছেন কিনা মনে পড়ছে না। আমি বরং আমিরূল ইসলাম সাহেব, রোকনউদ্দীন সাহেব বা এটর্নী জেনারেল সাহেবদের কথা শুনতে পারলে মন খুলে হাসতে পারতাম। যেহেতু উনারা কথা বলছেন না, তাই মনে হয় উনারা বুঝেছেন যে, সরকার ইতোঃমধ্যে একটা বিরাট ভুল করে ফেলেছে। আর এই ভুলের গর্ত থেকে বের হতে হলে, হয় পদত্যাগকে কার্যকর করা বা জাতির সামনে ক্ষমা প্রার্থনা করা ছাড়া তো আর উপায় দেখছি না...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।