আমাদের কথা খুঁজে নিন

   

আসছে ‘লুমিয়া টোয়েন্টি টোয়েন্টি’ট্যাব

শুধু ক্রিকেটেই নয়, এবার টোয়েন্টি টোয়েন্টি শব্দটি ট্যাবলেটের মডেল হিসেবেও অন্তর্ভুক্ত করতে পারে নকিয়া।
‘লুমিয়া ২০২০’ মডেলের একটি আট ইঞ্চি মাপের ট্যাবলেট বাজারে আনতে পারে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। আগামী বছর ২৪ ফেব্রুয়ারি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ‘টোয়েন্টি টোয়েন্টি’ মডেলের ট্যাব বাজারে আনতে পারে নকিয়া।
নকিয়া পাওয়ার ইউজার নামের একটি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নকিয়া তাদের ট্যাবলেট লাইন সমৃদ্ধ করতে যাচ্ছে। এর আগে ফাঁস হওয়া ‘ইলুসনিস্ট’ কোড নামের ট্যাবলেটটিই হবে নকিয়ার আট ইঞ্চি মাপের ‘লুমিয়া ২০২০’।


মাইক্রোসফটের উইন্ডোজ আরটি ৮.১ অপারেটিং সিস্টেমনির্ভর নকিয়ার ট্যাবটিতে থাকবে কোয়ালকমের তৈরি দ্রুতগতির প্রসেসর, ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে। এ ট্যাবটির সঙ্গে স্টাইলাস পেন ব্যবহারের সুবিধাও রাখবে নকিয়া। এটি হবে নকিয়ার স্টাইলাসযুক্ত প্রথম ট্যাব।
স্মার্টফোন নির্মাতা নকিয়া এরই মধ্যে ট্যাবলেট বাজারে আত্মপ্রকাশ করেছে। চলতি বছরের অক্টোবর মাসে  নকিয়া ওয়ার্ল্ড নামের এক আয়োজনে লুমিয়া ২৫২০ নামে উইন্ডোজ আরটি নির্ভর ১০.১ ইঞ্চি মাপের প্রথম ট্যাবলেট কম্পিউটার বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।


এদিকে এনডিটিভি এক খবরে জানিয়েছে, আগামী বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে টোয়েন্টি টোয়েন্টি ট্যাবের পাশাপাশি লুমিয়া ১৮২০ নামের ধাতব কাঠামোর একটি স্মার্টফোন আনবে নকিয়া। লাইট্রো-স্টাইলের বিশেষ ধরনের ক্যামেরা প্রযুক্তি থাকবে তাতে।

বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর পণ্য তৈরি করে এরই মধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে নকিয়া। নতুন পণ্য বাজারে এলে নকিয়া বাজারে আরও ভালো অবস্থানে যেতে পারে। এ ছাড়াও আগামী বছর নকিয়ার মোবাইল বিভাগটি মাইক্রোসফটের অধীনে চলে যেতে পারে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.