আমাদের কথা খুঁজে নিন

   

খালেদার সঙ্গে নিশার বৈঠক রোববার

বিএনপির সহসভাপতি ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশে আসছেন। তিনি বিরোধী দলীয় নেতা বেগম জিয়ার সাক্ষাৎ চেয়েছেন। রোববার রাত সোয়া ৮টায় এর সময় ঠিক করা হয়েছে। ”
সাক্ষাতের বিষয়বস্তু জানতে চাইলে তিনি বলেন, “সাক্ষাতের ইচ্ছা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসেছে। তাই আলোচ্য বিষয় অবহিত নই।

’’
অবশ্য নির্বাচন সামনে রেখে রাজনৈতিক সংকট সমাধানে বড় দুই দলকে সংলাপে বসানোর ক্ষেত্রে নিশা দেশাইয়ের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
যুক্তরাষ্ট্র বরাবরই আলোচনার মাধ্যমে সমঝোতায় আসার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আসছে।
এমন একটি সময়ে নিশা দেশাই বাংলাদেশে আসছেন, যখন নির্বাচনকালীন সরকার নিয়ে হরতাল, অবরোধ ও রাজনৈতিক সহিংসতার আবর্তে দেশ।
রবার্ট ও ব্লেকের উত্তরসূরি ভারতীয় বংশোদ্ভূত নিশা গত ২১ অক্টোবর দায়িত্ব নেয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে আসছেন। জাপান সফর শেষ করে ১৬ নভেম্বর তার ঢাকায় পৌঁছানোর কথা।


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, নিশা তার সফরে বৈশ্বিক, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে সরকার, বিরোধী দল এবং শ্রমিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রী দীপু মনির সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে।
সহকারী পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব নেয়ার আগে নিশা দেশাই বিসওয়াল যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডির এশিয়ার সহকারী প্রশাসক হিসেবে কাজ করেন। এর আগে তিনি ইউএসএআইডির অফিস অব ইউএস ফরেন ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স ও অফিস অব ট্রানজিশন ইনিশিয়েটিভসে কাজ করেন।
ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া থেকে স্নাতক ডিগ্রিধারী নিশা দিশাই যুক্তরাষ্ট্র-ভিত্তিক সবচেয়ে বড় আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারএ্যাকশনেও কাজ করেছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।