আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ: ৯

১ জানুয়ারি, ২০১৩: # ১। মালালা ইউসুফজাই তার টুইটার একাউন্টে বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে লিখেছে, "Absolutely gutted Bangladesh cancelled their cricket tour of Pakistan. Thats not tiger move but cat." কী আনন্দ! এই কইন্যা রে জলদি নোবেল দাও ভাইলোগ! ২। 'আমরা তাদের ব্যাপারে একটা আদর্শিক অবস্থান নেব। তারপর বিবেচনা করা হবে তাদের বিপিএলে খেলার অনুমতি দেওয়া হবে কি-না' -পিসিবি সভাপতি জাকা আশরাফ। এসব শুধুই ভাব।

পাকিস্তানিরা আসবেই আসবে। টাকার লোভে ফিক্সিং এর মত অপরাধ যারা করে তাদের জাকা আশরাফের 'আদর্শিক অবস্থান' দিয়ে ঠেকিয়ে রাখা যাবে না। ৩। শুধু সাঈদী না, অন্য পাকিস্তানি মেশিনগুলো চলছেই! # গতকাল রাত থেকে ব্লগে-ফেসবুকে সবাইকে নতুন বছরের কাছে নানান কিছু চাইতে দেখতেছি। আমি চাওয়া চায়িতে নেই।

আরেহ্ִ, আমি কি ফকির নাকি? আমি বড়লোক। পাঁচ ফুট আট ইঞ্চি বড় লোক। আমি শুধু সবাইকে দেই। নেন, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা বিনামূল্যে দিয়ে দিলাম। ২ জানুয়ারি, ২০১৩: # এত বছরে ফেসবুকে সম্ভবত: সবচেয়ে প্রয়োজনীয় কথাটা লিখছি।

স্কুলজীবন থেকে আমার খুব কাছের বন্ধু সুমনের মা এর ব্রেইন ক্যান্সার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি। শনিবার অপারেশন। কয়েকব্যাগ " ও নেগেটিভ" রক্ত খুব জরুরী। কারো একটু রক্ত যদি একজন মা কে আর কিছুদিন বাঁচতে দিতে পারে।

রক্তের গ্রুপটা বেশ দুষ্প্রাপ্য। সাহায্য চাওয়াটা ছাড়া আর উপায় নেই। যোগাযোগ: ০১৯২২৩০৪৮৩৮ ৩ জানুয়ারি, ২০১৩: # গতকাল 'ও নেগেটিভ' ব্লাড চেয়ে স্ট্যাটাস দেওয়ার পর তা বেশ কিছুবার শেয়ার হয়েছে। আর তাতে সুদূর নরওয়ে থেকে ফোন করে একজন ঢাকায় 'ও নেগেটিভ' রক্তের খোঁজ দিয়েছেন। এখন শনিবারের অপারেশনের অপেক্ষা।

"ফেসবুক-ব্লগ কোনো কাজের কিছু না। সময় নষ্টের উপকরণ। " -এই কথাটা নিয়ে সংশয়ে ছিলাম। কেটে গেছে সংশয়। ধন্যবাদ সবাইকে।

# অনেকে আছেন যারা ভারত হারলে শেবাগকে গালি দিয়ে অন্তর্নিহিত উচ্ছ্বাস প্রকাশ করে, ভালো কথা, কিন্তু পাকিস্তান হারলে তারা ইউনুস খান বা মালালা ইউসুফজাইকে গালি দিয়ে কিছুই লেখে না। ক্রিকেট পাগল হয়েও আজকাল ভারত-পাকিস্তান, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজেও আকর্ষণ পাই না। হোমপেজে স্ট্যাটাস দেখে কেবল এরকম কিছু ওয়াল চেক করে আসলাম। মালালা ইস্যুতে একটা শব্দও লেখা নেই। ওগুলোকে 'সুশীল স্ট্যাটাস' বলা যেতে পারে।

আজকাল পাকিস্তান সাপোর্ট চলে একটা বিশেষ স্টাইলে। সামনাসামনি না। এটাই শত শত ভার্চুয়াল যোদ্ধার অর্জন। 'ছাগু' শব্দটা কপালে লেখা থাকে না। লেখা থাকে ফেসবুক বা ব্লগ ওয়ালে।

৫ জানুয়ারি, ২০১৩: # @[100000824406564:Amit] পোলাটা আমার এত কেয়ার করে যেটা আমার বৌও করবে কি-না সন্দেহ। তাই ভাবতেছি ওকে আমার ঘেঁটু বানিয়ে রেখে দিব। অবশ্য ওর প্রেমিকা যদি অনুমতি দেয়! ও ওর প্রেমিকাকে যমের থেকেও বেশি ভয় পায় বলেই জানি। # রমিজ রাজা বলেছে, "The BCB has no major part in international cricket". হুম আমাদের অবদান নেই তো। কারণ: ১।

আমাদের দলে আসিফ-আমির-বাটের মত কিছু চোর-ছ্যাছর নেই। বরং আছে মাশরাফির মত 'বলদ' যে বড় টাকায় ফিক্সিং এর প্রস্তাব পেয়ে উল্টো বোর্ডকে জানিয়ে দেয়। ২। আমাদের দলে আসিফের মত প্লেয়ার নেই যে ভীনা মালিক টাইপ কোনো সেলিব্রেটির সাথে স্ক্যান্ডালে জড়াবে। বা আসাদ রউফের মত আম্পায়ার, ইন্ডিয়ান মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়ে অশ্লীল ছবি তুলবে।

আছে শাহরিয়ার-মাশরাফি-সাকিবের মত 'বলদেরা' যারা নিজের প্রেমিকাকেই বিয়ে করে নেয়। ৩। আফ্রিদির থেকেও অনেক ভালো মানের স্পিনার থাকার পরেও বল টেম্পারিং এর অভিযোগে কোনোদিন রফিক-সাকিব-রাজ্জাকদের নিষিদ্ধ হতে হয়নি। ৪। পাইলট-মুশফিকরা কোনোদিন রশিদ লতিফের মত বাম্প ক্যাচ ধরে আউটের আবেদন করেনি।

নিষিদ্ধও হতে হয়নি। বরং রফিক ফেয়ার প্লে অনুসরণ করে রান আউটের সুযোগ থাকা সত্ত্বেও তা করেণি। ৫। শোয়েব আখতার যেমন সতীর্থ আসিফকে পিটিয় শায়েস্তা করে সেরকম আমাদের দলে এমন কেউ তৈরি হয়নি এতদিনেও। ৬।

শোয়েব আখতারের মত নিষিদ্ধ ড্রাগ নিয়ে, আসিফের মত গাঞ্জা খাওয়া শেখেনি বাংলাদেশি প্লেয়াররা। ৭। সেলিম মালিক বা নাসির জামসেদ স্টাইলে কেউ জুয়াড়ি হতে পারেনি। ৮। ইউনুস-ইউসুফ স্টাইলে ৫/৭ বার অবসর নিয়ে ফিরে আসার রেকর্ড নেই এদেশের ক্রিকেটে।

আসলেই এসব না করলে বিশ্ব ক্রিকেটে অবদান রাখা যায় না। দু:খিত আমরা এভাবে অবদান রাখতে পারেনি। রমিজ রাজা, আপনি কষে লোটা আর পাপনের মুখে একটা চড় মেরে দিয়েছেন। বাই দ্যা ওয়ে, আপনাদের শিক্ষা হয়েছে তো? Click This Link ৬ জানুয়ারি, ২০১৩: # 'Writebangla.com' থেকে মুঠোফোন দিয়ে বাংলায় লিখি। গতকাল থেকে অপেরা মিনি দিয়ে ওয়েবসাইটটাতে যাওয়া যাচ্ছে না।

'BanglaText' সাইট থেকে লিখতেও যথেষ্ট ঝামেলা। সাথে এটার কি-ম্যাপও মুখস্থ নেই। বেশ ঝামেলায় আছি। সমাধানকল্পে কারো কোনো পরামর্শ? # # ১। বিগত কিছুদিন ধরে যেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, একসেপ্ট করি।

যাচাই বাছাই ছাড়াই। এখন ফেসবুকে লগ ইন করা কমিয়ে দিচ্ছি। মনে হচ্ছে হয়তো হোমপেজে কোনো ধর্ষকের স্ট্যাটাস পড়ছি। ড্যেলুশন। আসলে দশ বছরের মেয়ের ধর্ষণের কাহিনী পড়লে মাথা কাজ করে না আর! ২।

আমি চিরকালই পাকিস্তান বিরোধী। সব সময়ই চাই শালারা হারুক। তবে আজ কেন যানি মনে হয়েছিলো ভারত হোয়াইটওয়াশ হলেও মন্দ হয় না। শুধু শেবাগের মন্তব্যের জন্য না, সীমান্তের নিরীহ লাশ গুলোর জন্যেও। ৩।

সুমনের মার অপারেশন সাকসেসফুল। পুরোটা জ্ঞান না ফিরলেও ব্রেইন ক্যান্সারের এমন একটা অপারেশনের পর রেসপন্স ভালোই। ৪। অমিতের বাসায়। উল্টে পাল্টে লিভারপুল আর মাদ্রিদের ম্যাচ দেখি।

বার্সার ম্যাচের জন্যও অপেক্ষা করছি। ৫। আবারও বলি, ফেসবুক-ব্লগের বাইরের জীবনটাই সত্যিকারের জীবন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.