প্রথমবারের মত বিদ্যুৎচালিত গতিদানবদের জন্য নতুন ‘ফর্মুলা ই’ চ্যাম্পিয়নশিপ চালু করছে আন্তর্জাতিক অটোমোবাইল রেসিং ফেডারেশন, ‘ইন্টারন্যাশনাল অটোমোবাইল ফেডারেশন’। ২০১৪ সালে বিশ্বের প্রথম ‘ফর্মুলা ই’ রেসিংয়ে চ্যাম্পিয়শিপের আয়োজক হিসেবে থাকবে লন্ডন।
এদিকে, বিবিসি জানিয়েছে, প্রথম ‘ফর্মুলা ই’ চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে লন্ডন, রোম, মায়ামি, বেইজিং এবং রিও ডি জেনিরোসহ পৃথিবীর মোট ১০টি দেশের ট্র্যাকে নামবে বিদ্যুৎচালিত রেসিং গাড়িগুলো।
এই মুহূর্তে রেসিং সার্কিটগুলোর ডিজাইন নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন, ফর্মুলা ই’ প্রধান নির্বাহী আলেহান্দ্রো আগাগ।
আর ফর্মুলা ই নিয়ে সাধুবাদ জানিয়ে লন্ডনের মেয়র বরিস জনসন বলেন, 'জিরো এমিশন ওয়ার্ল্ড ক্লাস মোটর রেসিং খুবই আকর্ষণীয় এক ভাবনা। গাড়ি নির্মাতারা যে নতুন ইলেকট্রিক গাড়িগুলো বানাচ্ছে সেগুলো সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করবে।'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।