ভাঁড় মে যাক দুনিয়া, মেরা কেয়া !
(সদ্য ভূমিষ্ঠ রিপাবলিক অফ সাইপ্রাস)
১লা অক্টোবর, ১৯৬০, জুরিখে ট্রিয়েটি অফ গ্যরান্টি (১৯৬০) সাক্ষরিত হবার মাধ্যমে ভাষা, ধর্ম এবং সংস্কৃতিতে ভিন্ন দুই সম্প্রদায় গ্রীক সিপ্রিয়ট (৭৭%) এবং তুর্কি সিপ্রিয়ট (২৭%) দের নিয়ে জন্ম হয় রিপাবলিক অফ সাইপ্রাস। গ্যারান্টার হিসেবে গ্রীস, তর্ুকি এবং ব্রিটেন এতে সাক্ষর করে। সাইপ্রাসে জনসংখ্যার মধ্যে ৭৭%ভাগ নীতিগত ভাবে গ্রীসের অনুসারী যারা গ্রীক সিপ্রিয়ট নামে পরিচিত। এবং বাকি ২৭% তুর্কি সিপ্রিয়ট এবং অন্যান্য। এ চুক্তিতে সাইপ্রাসে বসবাসরত সংখ্যালঘু তুর্কি সিপ্রিয়টদের অধিকার সংরক্ষন করার কথা বলা হয়।
আরো বলা হয় র্প্রেসিডেন্ট নিযুক্ত করা হবে গ্রিক সিপ্রিয়টদের মধ্যে থেকে এবং ভাইস প্রেসিডেন্ট হবে তুর্কি সিপ্রিয়ট। সেইসাথে উভয় পক্ষকে ভেটো প্রদান করার ক্ষমতাও দেওয়া হয়। সরকার এবং সিভিল সার্ভিসে ৭০% ভাগ এবং পুলিস ও আর্মিতে ৬০%ভাগ, গ্রীক সিপ্রিয়টদের অধিকার সংরক্ষন করা হয়।
এ চুক্তিনামার ১ম অনুচ্ছেদ অনুসারে সাইপ্রাসকে গ্রীস এবং তুর্কির সাথে কোনো প্রকার রাজনৈতিক অথবা অর্থনৈতিক জোট বাঁধা থেকে বিরত রাখা হয়।
২য় অনুচ্ছেদে গ্রীস ও তুর্কিকে সাইপ্রাসের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব এবং নিরাপত্বা নিশ্চিত করতে বলা হয়।
এবং ৪র্থ অনুচ্ছেদ গ্রীস ও তুর্কিকে সাইপ্রাসের তৎকালীন পরিস্থিতি বজায় জন্য প্রয়োজনীয় ক্ষমতা প্রয়োগ করার অনুমতি প্রদান করে।
কিন্তু রিপাবলিক অফ সাইপ্রাসের প্রথম প্রেসিডেন্ট ম্যাকারিয়স ৩য় সামরিক নীতিমালা পূরনে ব্যার্থ হওয়ায় ২য় অনুচ্ছেদ অনুসারে সাইপ্রাসে গ্রীস ও তুর্কির সরবরাহে প্রাইভেট আর্মির জন্ম হয়।
২১শে এপ্রিল, ১৯৬৭, কিছু গ্রীক রাইট উইং কর্ণেল গ্রিসে সামরিক শাষন জারি করে যা "দ্যা গ্রীক মিলিটারি জুন্টা " নামে পরিচিত। এর স্থায়িত্বকাল হয় ৭ বছর। ১৫ই জুলাই, ১৯৭৪ গ্রীক মিলিটারি জুন্টা এবং গ্রীক সিপ্রিয়ট ইওকেএ-বি প্যারামিলিটারি অরগানাইজেশন , সিপ্রিয়ট ন্যাশনাল গার্ড এর সাহায্য নিয়ে তৎকালীন প্রেসিডেন্ট মাকারিওস তৃতীয় এর পতন ঘটায়।
ইতিহাসে এই কু্য "১৯৭৪ সিপ্রিয়ট কু্য দেটাত " নামে পরিচিত। মাকারিওস পরবর্তিতে যুক্তরাজ্যে পালিয়ে যান এবং প্রো-ইনোসিস ন্যাশনালিস্ট, নিকোস স্যাম্পসন সামরিক শাষক হিসেবে ক্ষমতায় বসেন। ২০শে জুলাই, ১৯৭৪, এই কু্য'র প্রতিক্রিয়া হিসেবে, তুর্কিরা মাত্র ৫ দিনের মাথায় শান্তিরক্ষা অপারেশনের নামে সাইপ্রাস আক্রমন করে। দক্ষিন ভাগ সহ সমগ্র সাইপ্রাসের এক-তৃতীয়াংশ তুর্কিদের নিয়ন্ত্রনে চলে যায়। ট্রিয়েটি অফ গ্যারান্টি'র ৪র্থ অনুচ্ছেদ অনুসারে এই আক্রমন বৈধতা পায়।
Article IV:
"In the event of a breach of the provisions of the present Treaty, Greece, Turkey and the United Kingdom undertake to consult together with respect to the representations or measures necessary to ensure observance of those provisions.
In so far as common or concerted action may not prove possible, each of the three guaranteeing Powers reserves the right to take action with the sole aim of re-establishing the state of affairs created by the present Treaty."
গ্রীন লাইন ক্ষ্যাত ইউএন এর বাফার জোনের মাধ্যমে সমগ্র সাইপ্রাস দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। সৃষ্টি হয় রিপাবলিক অফ সাইপ্রাস এবং তার্কিশ ফেডারেটেড স্টেট অফ সাইপ্রাস (TFSC) সামরিক শাষক নিকোস স্যাম্পসন পদত্যাগ করেন এবং ম্যাকারিয়স ফিরে আসেন। রাউফ ডেনকটাস তার্কিশ ফেডারেটেড স্টেট অফ সাইপ্রাস (TFSC) এর প্রেসিডেন্ট নিযুক্ত হন। পরবর্তিতে ১৯৮৩ সালে TFSC, তার্কিশ রিপাবলিক অফ নর্দান সাইপ্রাস (TRNC) নামে স্বাধীনতা ঘোষনা করে। যদিও শুধুমাত্র তুর্কি তাদের স্বীকৃতি দেয়।
তথ্যসূত্র : A Brief History of Cyprus (1960 - 1974) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।