আগামী বছরের মার্চ মাস থেকে টি-২০ বিশ্বকাপ। আসরের আয়োজক বাংলাদেশ। এই প্রথম টি-২০ বিশ্বকাপ বসছে বাংলাদেশে। পুরুষ বিভাগে ১৬টি এবং মহিলা বিভাগে ৮টি দল অংশ নিবে আসরে। পুরুষদের খেলা হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট বিভাগীয় স্টেডিয়ামে।
মহিলাদের খেলা হবে সিলেটে। এবারই প্রথম টি-২০ বিশ্বকাপে অংশ নিচ্ছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। সালমা খাতুনরা যেন ভালো ফল করেন আসরে, সেজন্য নতুন কোচের নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছালমাদের নতুন মহিলা কোচের নাম শেন ডেইটজ। ৩৮ বছর বয়স্ক ডেইটজ দক্ষিণ অস্ট্রেলিয়ার।
তিনি স্থলাভিষিক্ত হয়েছেন শ্রীলঙ্কান ওসাদি ভীরাসিংহের জায়গায়। ৩৮ বছর বয়স্কা ডেইটজ আগামীকাল শুরু হওয়া মহিলাদের ক্যাম্পে যোগ দিবেন। তবে তাকে এখনই দীর্ঘসময়ের জন্য নিয়োগ দেয়নি বিসিবি। টি-২০ বিশ্বকাপ পর্যন্ত থাকবেন তিনি। এরপর পরবর্তী ধাপে যাবে বিসিবি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।