লতা মণ্ডল ও জাহানারা আলমের দারুণ বোলিংয়ে পাকিস্তান মহিলা ক্রিকেট দলকে ৪৩ রানে হারিয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। কঙ্বাজার শেখ জামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক ম্যাচে পাওয়া এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এটা ওয়ানডেতে বাংলাদেশের মেয়েদের তৃতীয় ও পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়। বৃহস্পতিবার একই ভেন্যুতে হবে দ্বিতীয় ও শেষ ওয়ানডে। মঙ্গলবার টস হেরে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
৩৩ রানে চার উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া স্বাগতিক দলকে রক্ষা করেন রুমানা আহমেদ। লতার সঙ্গে ৩১ ও শায়লা শারমীনের (২২) সঙ্গে ৩৬ রানের দুটি জুটি গড়ে দলকে ৫ উইকেটে ১০০ রানে পৌঁছে দেন রুমানা। সর্বোচ্চ ৪৪ রান করা রুমানার ৭৫ বলের ইনিংসে ছিল ৫টি চার। এরপর নিয়মিত উইকেট হারালেও নুজহাত তাসনিয়ার দৃঢ়তায় দেড়শ' পার হয় বাংলাদেশের সংগ্রহ। ২৬ রানে ৩ উইকেট নিয়ে কানিতা জলিল পাকিস্তানের সেরা বোলার।
জবাবে ৪৪.১ ওভারে ১০৯ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি অতিথিরা। ৬৩ রানে ৮ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়েছিলেন আসমাভিয়া ইকবাল। তবে ৮৬ বলে তার ৪০ রান পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল। ৩৫ রানে ৪ উইকেট বাংলাদেশের সেরা বোলার লতা।
ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি। ওয়ানডেতে স্বাগতিকদের তৃতীয় জয়ে পেসার জাহানারা আলমের অবদানও কম নয়। তার তিন উইকেটের পেছনে খরচ ২২ রান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।