আমাদের রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক অনেক আগে থ্রিজি চালু করেছিল এবং বর্তমানে তাদের থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। সম্প্রতি ৪টি বেসরকারি কোম্পানী থ্রিজি লাইসেন্স পায়(সিটিসেল বাদ গেল) এবং প্রত্যেকে ইতোমধ্যে থ্রিজি সেবা চালুও করেছে।
আপন শক্তিতে জ্বলন্ত অপারেটর রবি 3.5G চালু করার ঘোষণা দিয়েছিল এবং ইতোমধ্যে কিছু কিছু নির্দিষ্ট জায়গায় চালুও করে দিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে রবি তার 3.5G প্যাকেজ ও ট্যারিফ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু বলে নি। রবির ওয়েবসাইটে 3.5G সম্পর্কিত পেইজে গেলে সেখানে থ্রিজির কোন প্যাকেজ সম্পর্কে কিছুই বলা নাই।
তবে আপনি রবির থ্রিজি নেটওয়ার্কের ভিতরে থেকে টুজির কোন প্যাকেজ কিনলে ১জিবি থ্রিজি ইন্টারনেট ফ্রি পাবেন তিন মাসের জন্য।
যেহেতু রবি আনুষ্ঠানিকভাবে থ্রিজির প্যাকেজ ও ট্যারিফ ঘোষণা দেয় নাই(আমার জানা মতে), বাকি ৪টি অপারেটরের থ্রিজি প্যাকেজ, ডাটা, মেয়াদ, চালু করার নিয়ম ইত্যাদি একসাথে আমি দিচ্ছি যাতে আপনাদের খুঁজতে সমস্যা না হয়।
সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমরা তথ্য ও প্রযুক্তি (আই.টি) বিষয়ক একটি নতুন ব্লগ সাইট (সম্পূর্ণ বাংলায়) করেছি । Bangla Blog
এই সাইটের মাধ্যমে সবাই তথ্য ও প্রযুক্তির (আই.টি) জ্ঞান শেয়ার করতে পারবেন।
এখানে আপনারা আই.টি বিষয়ক টিপস দিতে পারবেন। এই সাইটে বেসিক কম্পিউটার, ইলেক্ট্রনিক্স, ইন্টারনেট ইত্যাদি সহ অনেক বিভাগ রয়েছে। যেখানে আপনাদের আই.টি বিষয়ক যে কোন সমস্যার কথা এখানে লিখতে পারেন, এবং যাদের উক্ত সমস্যাটির সমাধান জানা আছে তারা সমাধানটি দিতে পারবে। ফলে আমাদের সকলের মধ্যে আই.টি জ্ঞানের বিস্তার ঘটবে। প্রিয় বন্ধু কম্পিউটার এর কোন সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারবো।
এই ভাবে আমরা আই.টির জ্ঞান ও বাড়াতে পারবো। সাইটটি সম্পূর্ন বাংলাতে তৈরী করা। ফলে এর ব্যবহার অতি সহজেই যে কেউ বুঝতে পারবে। এই ব্যাপারে আপনাদের সাহায্য আমাদের একান্ত কাম্য। এর জন্য প্রথমে আপনাকে এই সাইটের সদস্য হতে হবে।
সদস্য মেনু এর নিচের সদস্য হোন বাটনে ক্লিক করে সদস্য তথ্যপ্রদান করে আপনি সদস্য হতে পারবেন।
আপনাদের সবাইকে আমাদের সাইটে আমন্ত্রন থাকলো। সবাইকে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।