আমাদের কথা খুঁজে নিন

   

সকল অপারেটরের 3G ট্যারিফ দেখুন একসাথে।

আমাদের রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক অনেক আগে থ্রিজি চালু করেছিল এবং বর্তমানে তাদের থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। সম্প্রতি ৪টি বেসরকারি কোম্পানী থ্রিজি লাইসেন্স পায়(সিটিসেল বাদ গেল) এবং প্রত্যেকে ইতোমধ্যে থ্রিজি সেবা চালুও করেছে।
আপন শক্তিতে জ্বলন্ত অপারেটর রবি 3.5G চালু করার ঘোষণা দিয়েছিল এবং ইতোমধ্যে কিছু কিছু নির্দিষ্ট জায়গায় চালুও করে দিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে রবি তার 3.5G প্যাকেজ ও ট্যারিফ সম্পর্কে এখনও বিস্তারিত কিছু বলে নি। রবির ওয়েবসাইটে 3.5G সম্পর্কিত পেইজে গেলে সেখানে থ্রিজির কোন প্যাকেজ সম্পর্কে কিছুই বলা নাই। তবে আপনি রবির থ্রিজি নেটওয়ার্কের ভিতরে থেকে টুজির কোন প্যাকেজ কিনলে ১জিবি থ্রিজি ইন্টারনেট ফ্রি পাবেন তিন মাসের জন্য।
যেহেতু রবি আনুষ্ঠানিকভাবে থ্রিজির প্যাকেজ ও ট্যারিফ ঘোষণা দেয় নাই(আমার জানা মতে), বাকি ৪টি অপারেটরের থ্রিজি প্যাকেজ, ডাটা, মেয়াদ, চালু করার নিয়ম ইত্যাদি একসাথে আমি দিচ্ছি যাতে আপনাদের খুঁজতে সমস্যা না হয়।
 

 
 

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.