"দেহ অনাবৃত রাখা যদি আধুনিকতার বিষয় হয়, তবে পশু-পাখি পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রাণী।"
আমার ধারনা, ব্লগের ৯০% এই পিঁপড়ে দেখেননি!!
এই পিঁপড়েটি একদম আলাদা ধরনের দেখতে, নাম honeypot Ant
এমন নামকরনের কারন ও আছে, আমরা সকলেই জানি যে, ভবিস্বতের জন্য পিঁপড়ে খাদ্য সঞ্চয় করে রাখে, আর কিছু পিঁপড়ে, খাদ্য সঞ্চয়ের এই অভিনব পধ্যতি নেয়।
কি এই পধ্যতি?
এরা খাদ্যগুলোকে খেয়ে ফেলে, আর সেটাকে abdomen part এ জমা করে, এর ফলে এদের পেটটি উপরের ছবির মত ফুলে যায়। যখন, খাদ্যের প্রয়োজন হয়, তখন এই খাদ্যই এরা ব্যাবহার করে।
সম্পূর্ণ তথ্য আর ছবি এখানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।